Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির
(১/৫) আর কিছুদিন পরেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। আর এই উৎসব মানে সবকিছুতেই দুর্দান্ত অফার ও কেনাকাটার ছড়াছড়ি। এই অবস্থায় উৎসবের মুখে ভারতী এয়ারটেল (Bharti Airtel) নিয়ে এসেছে দারুন অফার। Jio, ভোডাফোন (Vodafone), আইডিয়া (Idea), BSNL টেলিকম সংস্থাগুলির মত airtel সংস্থাও বহু বছর ধরে নিজের জনপ্রিয়তা বজায় রেখে চলেছে।
(২/৫) এই সমস্ত সংস্থাগুলি নিজেদের গ্রাহকদের টিকিয়ে রাখার জন্য প্রায়শই নতুন নতুন অফার দিয়ে থাকে। আর এটি যেহেতু পূজোর মাস চলছে তাই বিভিন্ন টেলিকম সংস্থাগুলি নিজেদের গ্রাহক ধরে রাখার জন্য ইতিমধ্যে বিভিন্ন অফার ঘোষণা করেছে। এয়ারটেলও এর থেকে পিছিয়ে নেই এয়ারটেলের গ্রাহকদের জন্য এয়ারটেল নিয়ে এসেছে দুর্দান্ত অফার।
(৩/৫) এয়ারটেল দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের খুব ভালো ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। দেশের প্রথম বৃহৎ টেলিকম সংস্থা হল টেলিকম জিও টেলিকম সংস্থা যার গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। আর এর পরেই রয়েছে airtel। ট্রাই (TRI) থেকে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে বর্তমানে এয়ারটেলে গ্রাহক সংখ্যা হল প্রায় ৩ কোটি ৭০ লক্ষ। তবে এই সংখ্যাটি বাড়ানোর জন্য এয়ারটেল প্রতিনিয়ত দারুন অফার দিয়ে চলেছে।
(৪/৫) সম্প্রতি এয়ারটেল সংস্থা ৩৯৯ টাকার একটি দারুন অফার নিয়ে এসেছে। এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতার সঙ্গে সঙ্গে প্রতিদিন ৩ জিবি ডেটা ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে মেয়াদ চলাকালীন এসটিডি, বিনামূল্যে Hello Tunes-এর সাবস্ক্রিপশন এবং উইঙ্ক মিউজিক ফ্রির সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।
(৫/৫) এছাড়াও এয়ারটেল এর ৩৯৯ টাকার আকর্ষণীয় অফারটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন এয়ারটেল এক্সট্রিম প্লে-এর সুবিধা। যেটা থেকে গ্রাহকরা ১৫ টি ওটিটি চ্যানেলের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা পাবে। নিতে পারবেন।
আরও পড়ুন:
👉 HP-র সাথে হাত মিলিয়ে ভারতে Laptop উৎপাদন করবে Google, ঘোষণা সুন্দর পিচাই-এর
👉 Google Play Store কে টেক্কা দিতে দেশীয় Indus অ্যাপ স্টোর লঞ্চ হলো PhonePe-এর তরফ থেকে
👉 Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার
👉 মাত্র 8 টাকায় রোজ 2GB ডেটার সাথে মিলবে আরও সুবিধা, Jio-র এই প্ল্যানটি জেনে নিন
👉 WhatsApp-এ Channel ফিচার না চাইলে Hide করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি