Google Play Store কে টেক্কা দিতে দেশীয় Indus অ্যাপ স্টোর লঞ্চ হলো PhonePe-এর তরফ থেকে
(১/৬) এখন অধিকাংশ মানুষই দ্রুত টাকা লেনদেনের জন্য PhonePe ব্যবহার করে থাকেন। এই অ্যাপটি এখন সকলের কাছে সুপরিচিত। সাধারণ মানুষ যেহেতু এই অ্যাপটি বেশি পরিমাণে ব্যবহার করছে তাই ইউজারদের অধিক সুবিধা প্রদান করার জন্য গত মাসে এতে শেয়ার মার্কেটের সুবিধা যোগ করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা অনেক পরিষেবা পাবে, যেমন এতে থেকে ট্রেনিং অ্যাকাউন্ট খোলার পাশাপাশি স্টক, মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ-এ বিনিয়োগও করা যাবে।
(২/৬) তবে এখানেই শেষ নয়, সম্প্রতি ইন্ডাস (Indus) নামের একটি দেশীয় অ্যাপ লঞ্চ করেছে PhonePe। এই অ্যাপটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে সকলে মনে করেছে যে এটি আরেক জনপ্রিয় অ্যাপ গুগল প্লে স্টোর (Google Play Store) এর সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবে। তবে এই সমস্ত ফিচারগুলো যে ইউজারদের অতিরিক্ত পরিষেবা প্রদান করার জন্যই করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
(৩/৬) PhonePe–এর এমন একটি অ্যাপ লঞ্চ করার পেছনে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল অ্যাপ স্টোরের সাথে অ্যাপ ডেভেলপারদের মধ্যে কিছুদিন ধরেই বিরোধ চলছে। বিরোধের কারণ হলো বিলিং সিস্টেম। এই জন্য ফোন পে একটি ফ্রি অ্যাপ স্টোর লঞ্চ করেছে।
Indus App Store-এর আকর্ষণীয় ফিচার
(৪/৬) এটি ব্যাবহার করার জন্য ইউজারদের কোনরকম চার্জ দিতে হবে না। এই অ্যাপ স্টোরে ১২ টি ভারতীয় ভাষা উপলব্ধ রয়েছে। আর এর সবচেয়ে ভালো সুবিধাটি হলো ভারতীয় মানুষ নিজেদের স্থানীয় ভাষায় এই অ্যাপ স্টোরের সকল পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড কাস্টমার হেল্প টিম, যেটা থেকে ইউজাররা সাহায্য নিতে পারবেন।
(৫/৬) অন্যান্য অ্যাপগুলি(গুগল প্লে স্টোর)যেখানে ইন-অ্যাপ পারচেজের জন্য ডেভলপারদের কাছ থেকে ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নেয়, সেখানে Indus App Store কোনরকম চার্জ বা কমিশন ছাড়াই এটি ব্যবহার করতে পারবে। আর এটি হলো এই অ্যাপের সবচেয়ে ভালো সুবিধা। তবে এই ব্যাপারে PhonePe জানিয়েছে যে, ইউজাররা ১ বছরের জন্য বিনামূল্যে এই অ্যাপ স্টোর ব্যবহার করার সুযোগ পাবে। তারপরে ব্যবহারের জন্য সংস্থাটিকে একটি বার্ষিক চার্জ প্রদান করতে হবে।
(৬/৬) এই অ্যাপের ব্যাপারে PhonePe– জানিয়েছে, ভারতে অ্যাপ ডেভেলপারদের জন্য গুগল প্লে স্টোরের বিকল্প হয়ে উঠতে পারে এই Indus অ্যাপ স্টোর। শুধু তাই নয় এই অ্যাপের মধ্যে থাকা সমস্ত ফিচারগুলো গ্রাহকদের আকর্ষিত করবে এবং সবচেয়ে ভালো পরিষেবা প্রদান করবে।
আরও পড়ুন:
👉 Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির
👉 Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার
👉 মাত্র 8 টাকায় রোজ 2GB ডেটার সাথে মিলবে আরও সুবিধা, Jio-র এই প্ল্যানটি জেনে নিন
👉 WhatsApp-এ Channel ফিচার না চাইলে Hide করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি
👉 Jio-র WiFi একদম ফ্রি পুরো একমাসের জন্য, লাভ ওঠান Jio Fiber-এর এই বিশেষ অফারের