Jio-র WiFi একদম ফ্রি পুরো একমাসের জন্য, লাভ ওঠান Jio Fiber-এর এই বিশেষ অফারের

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) বর্তমান বাজারে সবচেয়ে প্রভাবশালী টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। সম্প্রতি দেশে 4g পরিষেবা নিয়ে আসার পর সম্প্রতি এই সংস্থা 5g পরিষেবা লঞ্চ করেছে। আশা করা যায় এই 5g পরিষেবা খুব দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়বে। দেশে ইন্টারনেট পরিষেবা প্রদান করার জন্য দিন দিন এই সংস্থার জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে।

(২/৬) শুধু তাই নয় এই সংস্থা Jio Fiber-এর মত ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের হাত ধরে খুব অল্প সময়ের মধ্যেই দেশের অনেক বৃহত্তম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়ে উঠেছে। এর অন্যতম কারণ হলো অন্যান্য ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার গুলির তুলনায় জিও ফাইবার অত্যন্ত সস্তা এবং দীর্ঘমেয়াদি প্ল্যান অফার করে থাকে।

(৩/৬) আপনি যদি Jio Fiber-এর একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও এর সুবিধা উপভোগ করতে পারবেন। তবে সেটি কিভাবে অনেকেরই এর সঠিক পন্থা জানা নেই। আজকে আমরা এই প্রতিবেদনে সেই বিষয়ে আপনাদের জানাব। চলুন জেনে নেওয়া যাক।

অতিরিক্ত ভ্যালিডিটি

(৪/৬) আপনি যদি জিও ফাইবারের (Jio Fiber) একজন গ্রাহক হন এবং এর কোন অতিরিক্ত ভ্যালিডিটির অফার পেতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদি প্ল্যান রিচার্জ করতে হবে। Jio ফাইবার-এর ১২ মাসের একটি প্ল্যান রয়েছে, যেটি গ্রহণ করলে আপনি ১৩ মাস সেটি উপভোগ করতে পারবেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) আর আপনি যদি ৬ মাসের প্ল্যান গ্রহণ করেন তাহলে এর সঙ্গে আপনি পাবেন ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি। তবে আপনি যদি স্বল্পমেয়াদি কোন অফার গ্রহণ করেন, তাহলে আপনি সেই সুযোগ পাবেন না।

Jio WiFi is absolutely free for a whole month

৯৯৯ টাকার প্ল্যান

(৬/৬) আপনি যদি জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যানটি গ্রহণ করেন তাহলে আপনাকে এই প্লানের জন্য জিওর তরফ থেকে একটি সেট টপ বক্স দেওয়া হবে। এই সেটটপ বক্স থেকে আপনি বিভিন্ন ওটিটি কন্টেন্টগুলি দেখতে পাবেন। এর জন্য আপনাকে আলাদা করে ওটিটি সাবস্ক্রিপশন কিনতে হবে না। সঙ্গে আপনাকে দেওয়া হবে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ।

আরও পড়ুন:

👉 SIM Card New Rule: সিম কার্ডে কড়া নিয়ম ১ অক্টোবর থেকেই, না মানলেই ১০ লাখ টাকা জরিমানা!

👉 ফোন খালি হ্যাং যায়? ঠিক করার সহজ উপায় জেনে নিন

👉 WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়ে যায়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে? এভাবে দেখুন

👉 ‘Google’-এর আসল নাম কী জানেন? কী ভাবে হয় Google নাম? জানলে চমকে যাবেন

👉 ৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *