SIM Card New Rule: সিম কার্ডে কড়া নিয়ম ১ অক্টোবর থেকেই, না মানলেই ১০ লাখ টাকা জরিমানা!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৯) দেশের সিম কার্ড (SIM Card) নিয়ে জালিয়াতির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর সেই বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হল। সিম কার্ডের ক্ষেত্রে ১ অক্টোবর থেকে নতুন একটি নিয়ম চালু হয়েছে। এবার থেকে যদি কোন ক্রেতা সিম কার্ড ক্রয় করে তাহলে তার জন্য তাকে একাধিক নিয়ম মেনে চলতে হবে আর তা না হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা পর্যন্ত হতে পারে।

(২/৯) কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে যদিও এই নিয়মটি সিম কার্ড (SIM Card) বিক্রেতাদের জন্য নিয়ে আসা হয়েছে তবুও এই নিয়ম ক্রেতাদের উপরও প্রভাব বিস্তার করবে। এবার থেকে বিক্রেতারা কোন ভুয়ো সিম কার্ড বিক্রি করতে পারবেনা। এতদিন ধরে একটি অভিযোগ প্রায়শই আসছিল যে দেশে প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড বিক্রয় করা হচ্ছে।

(৩/৯) আর সবথেকে বড় কথা হল এসব সিম গুলো অন্য কোন ব্যক্তির নামে রেজিস্টার্ড করা রয়েছে। আর এই সমস্ত দিক বিবেচনা করে কেন্দ্রীয় সরকার সিম কার্ড বিক্রয়ের উপর করা নিয়ম জারি করেছে যাতে জালিয়াতকারীরা আর এই সমস্ত ঘটনা না সৃষ্টি করতে পারে। সরকারের মতে সিম কার্ড বিক্রয়ের উপর করাকরি করলে এসব জালিয়াতি গুলি কমে যাবে।

(৪/৯) কেন্দ্রীয় সরকারের এই নিয়মটি যদি কার্যকর হয়ে যায় তাহলে পূর্বের থেকে এক্টিভেট করা সিম বিক্রেতারা আর অন্য ক্রেতার হাতে তুলে দিতে পারবে না। ফলে সিম জালিয়াতির কোন চান্স থাকবে না। ক্রেতাদের মাধ্যমে যাবতীয় সিমের সমস্যা দূর করতে চাইছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা DoT

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৯) তবে শুধু উপরের নিয়মটি নয় এর সঙ্গে সঙ্গে আরও একটি নিয়মের কথা বলা হয়েছে কতগুলো সিম বিক্রয় করছে সে ওই বিষয়ে যাবতীয় সমস্ত তথ্য নথিভুক্ত করে রাখতে হবে। সঙ্গে দোকানের কর্মীদের পুলিশ ভেরিফিকেশনে যেতে হবে।

(৬/৯) যদি কোন সিম বিক্রেতা বা দোকানদার সরকারের এই নিয়মগুলি অমান্য করে তাহলে তাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। DoT-এর পক্ষ থেকে Jio, Airtel-এর মতো টেলিকম সংস্থাগুলিকে সমস্ত রিটেল দোকানের কর্মী, সিম বিক্রেতাদের তথ্যাদি রেজিস্টার করার নির্দেশ দেওয়া হয়েছিল। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নির্দেশ সমস্ত সিম বিক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।

(৭/৯) DoT-এর নতুন নিয়ম অনুসারে, সিম কার্ড (SIM Card) বিক্রি করে এমন প্রত্যেকটি দোকানে একটি কর্পোরেট আইডি নম্বর বা CIN নম্বর জারি করা হবে। কোন সিম বিক্রেতা এই জরুরি নম্বর ছাড়া সিম কার্ড বিক্রয় করতে পারবে না। এক্ষেত্রে কোন দোকানদার যদি সিম বিক্রয় করার জন্য DoT-এর অধীনে রেজিস্টার করতে চাই তাহলে তাকে আধার, প্যান, পাসপোর্ট এবং জিএসটির বিশদ বিবরণ দিতে হবে।

(৮/৯) নতুন চালু করার নিয়ম অনুযায়ী কোন বিক্রেতা রেজিস্ট্রেশন ছাড়া সিম বিক্রয় করতে পারবে না। আর যদি এই নিয়মের কেউ অন্যথা করে তাহলে তার আইডি ব্লক করে দেওয়া হবে।

Strict rules on SIM cards from October 1, if you don't comply, you will be fined 10 lakh rupees

(৯/৯) তবে যদি কোন ব্যক্তি তার নিজের সিম কার্ডটি হারিয়ে ফেলেন বা সেটি ভেঙে ফেলেন তাহলে স্বাভাবিক পর্যায়ে আসার জন্য তাকে একটি ভেরিফিকেশন করতে হবে। DOT এর চালু করার নিয়ম গুলি সকল সিম কার্ড বিক্রেতাকে মেনে চলতে হবে।

আরও পড়ুন:

👉 ফোন খালি হ্যাং যায়? ঠিক করার সহজ উপায় জেনে নিন

👉 WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়ে যায়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে? এভাবে দেখুন

👉 ‘Google’-এর আসল নাম কী জানেন? কী ভাবে হয় Google নাম? জানলে চমকে যাবেন

👉 ৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers)

👉 Flipkart Sale: ফ্লিপকার্টে আসছে ‘Big Billion Day’ সেল, কোন কোন জিনিস ও কোন কোন ব্যাঙ্কে ছাড় পাবেন? জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *