WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়ে যায়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে? এভাবে দেখুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) আজকাল বেশিরভাগ মানুষই নিজের বাড়িতে ওয়াইফাই (WiFi) পরিষেবা চালু করে রাখেন। তবে আপনারা হয়তো জানেন না যে এখন ওয়াইফাই(WiFi) হ্যাক করে নিচ্ছে জালিয়াতরা। এই ভীষণ বিপদের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে অবলম্বন করতে হবে কয়েকটি পদ্ধতি। আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়েই আপনাদের জানাবো। চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

(২/৮) আপনার ওয়াইফাইয়ে (WiFi) কোনরকম সমস্যা সৃষ্টি হলেই আপনাকে সতর্ক হতে হবে। এক্ষেত্রে ওয়াইফাই এর সমস্যা বিভিন্ন রকম হতে পারে। তবে কোন সমস্যা গুলি দেখলে বুঝবেন যে আপনার ওয়াইফাই হ্যাক করা হয়েছে? এই সমস্যার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হলো।

(৩/৮) আপনার ওয়াইফাই (WiFi) ব্যবহার করার ক্ষেত্রে যদি দেখেন যে সেটি অনেক ধীরগতিতে কাজ করছে বিশেষত ডাউনলোড করার সময় বা ইন্টারনেট চালানোর সময় যদি লক্ষ্য করেন সেটি অনেক দীর্ঘ গতিতে চলছে এবং ডাউনলোড প্রক্রিয়া অনেক ধীরগতিতে হচ্ছে তাহলে বুঝবেন যে এর মধ্যে কোন সমস্যা রয়েছে। এর জন্য সমাধানের পথ আপনাকে নিজেই বেছে নিতে হবে।

(৪/৮) আপনার ওয়াইফাই পাসওয়ার্ড (WiFi Password)নিয়ে একাধিক মানুষ সেটি ব্যবহার করতে পারে আর এর জন্য আপনাকে নিজের থেকে সতর্ক হতে হবে। আপনার ওয়াইফাই রাউটার চেক করে দেখুন সেখানে কটি ডিভাইস কানেক্ট হয়ে রয়েছে এবং কোন কোন ডিভাইস কানেক্ট হয়ে রয়েছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৮) কতগুলি ডিভাইস আপনার ওয়াইফাই বা ফোনে কানেক্ট হয়ে রয়েছে সেটা আপনি নিজে থেকেই দেখতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ওয়াইফাই রাউটারে লগইন করতে হবে। আপনি যে কোম্পানির রাউটার ব্যবহার করেন সেটি থেকে সহজে আপনি এটি চেক করতে পারবেন।


(৬/৮) ওয়াইফাই রাউটার (WiFi Router)-এর মধ্যে আইবল ব্যাটন, সিরোটেক, জিও, এক্সাইটেল, ডি-লিঙ্ক, এয়ারটেল রাউটার, বিএসএনএল, টিপি-লিঙ্ক ইত্যাদি রাউটার রয়েছে। এই রাউটারের লগইন করার জন্য ওয়াইফাই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। তবে এটি ছাড়াও হোমপেজে ডিফল্ট আইপি ঠিকানা পাওয়া যায়।

(৭/৮) আপনার ওয়াইফাই (WiFi)-এর সঙ্গে কোন ডিভাইসগুলি কানেক্ট রয়েছে সেটা খুঁজে বের করতে হলে আপনাকে Chrome ব্রাউজারে যেতে হবে। আর সেখান থেকে আপনার আইপি রাউটারের ঠিকানাটি ওপেন করে সেখানে লগইন করতে হবে।

How to check how many devices are connected to wifi

(৮/৮) আর সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়াইফাই-এর সঙ্গে কতগুলি ডিভাইস এবং কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে। এরপর সেখান থেকে আপনি ইচ্ছে মত ডিভাইস গুলি ডিসকানেক্ট করে নিতে পারবেন।

আরও পড়ুন:

👉 ফোন খালি হ্যাং যায়? ঠিক করার সহজ উপায় জেনে নিন

👉 ‘Google’-এর আসল নাম কী জানেন? কী ভাবে হয় Google নাম? জানলে চমকে যাবেন

👉 ৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers)

👉 Flipkart Sale: ফ্লিপকার্টে আসছে ‘Big Billion Day’ সেল, কোন কোন জিনিস ও কোন কোন ব্যাঙ্কে ছাড় পাবেন? জেনে নিন

👉 Old Mobile Tips: পুরনো মোবাইল আর ইন্টারনেট থাকলেই কেল্লাফতে! মাসিক আয় বাড়বে ২-৩ গুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *