ফোনের ইন্টারনেট স্লো হয়ে গেছে? এই ৫টি উপায়ে স্পিড বেড়ে যাবে
(১/৭) এই উন্নত টেকনোলজির যুগে স্মার্টফোনের সাহায্যে আমরা অনেক কাজই অনায়াসেই করতে পারি। তবে সমস্ত কাজ অনায়াসে করতে গেলেই প্রয়োজন দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট কানেকশনের (Internet Connection)। তবে এমনটা প্রায়শই দেখা যায় যে যেখানে মানুষের সংখ্যা বেশি সেখানে ইন্টারনেটের স্পিডের গতি অনেক কম। স্বাভাবিক বহু মানুষের প্রশ্ন যে, তারা ভালো ইন্টারনেট পরিষেবা যুক্ত অঞ্চলে বসবাস করা সত্ত্বেও তাদের ইন্টারনেট কানেকশন কেন স্লো (Slow Internet Connection Problem)? আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন পাঁচটি ট্রিকস সম্পর্কে যার মাধ্যমে আপনার স্লো ইন্টারনেট কানেকশন সমস্যার সমাধান হতে চলেছে।
ফোন রিস্টাট করা (Phone Restart):
(২/৭) ফোনের ইন্টারনেট যদি স্লো হয়ে যায় তবে গতি বাড়ানোর সবথেকে সহজতর উপায় হল ফোন রিস্টার্ট করা ( Phone Restart)। এর ফলে ফোনের সকল প্রোগ্রাম রিফ্রেশ হয় এবং নেটওয়ার্ক কানেকশনে কোন রকম সমস্যা থেকে থাকলে সেটি সমাধান হয়ে যায়।
অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ (Automatic App Update) রাখা:
(৩/৭) অটোমেটিক অ্যাপ আপডেট (Automatic App Update) হতে থাকলে ইন্টারনেট কানেকশনে গতি বেশ স্লো হয়ে যায়। কারণ আপনার ফোনে থাকা অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে আপডেট হওয়ার কারণে ইন্টারনেটের গতিকে প্রভাবিত করে। তাই আপনি অটোমেটিক অ্যাপ আপডেট যদি অফ করে রাখেন সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশনের একাধিক সমস্যা হয়।
এয়ারপ্লেন মোড অন করা (Airplane Mode On):
(৪/৭) আপনি ব্যস্ত আছেন এমন সময় যদি ইন্টারনেটের গতি স্লো হয়ে যায় তবে আপনি এয়ারপ্লেন মোড (Airplane Mode On) অন করে কয়েক সেকেন্ড রেখে তারপর আবার অফ করে দিন। এর ফলে আপনার ইন্টারনেট কানেকশন সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়।
আরও পড়ুন: SAMSUNG Galaxy Z Flip 4 5G 39% সস্তায় পেয়ে যাবেন, কোথায় পাবেন এই অফার?
সফটওয়্যার আপডেট (Software Update):
(৫/৭) দীর্ঘদিন আপনি যদি ফোনে সফটওয়্যার আপডেট (Software Update) না দেন তবে একাধিক সমস্যার দেখা দিতে থাকে। ফোনের সফটওয়্যার আপডেট করালে ফোনের ফাংশনের গতি বৃদ্ধি পায়। তাই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন যদি স্লো হয়ে যায়, তবে আপনার ফোনের সফটওয়্যার আপডেট আছে কিনা সেটি দেখুন। যদি সফটওয়্যার আপডেট Software Update) করা না থাকে তবে ফোনে সফটওয়্যার আপডেট করান।
নেটওয়ার্ক সেটিংস রিসেট (Network Settings Reset):
(৬/৭) ওপরের ধাপ গুলি করে যদি আপনার ফোনের সমস্যার সমাধান না হয় তবে নেটওয়ার্ক সেটিংসটি একবার রিসেট (Network Settings Reset) করুন। তবে স্মরণে রাখবেন যে, এটি করার পর আপনার ফোনে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড (Wi-Fi Password) এবং পেয়ার করা ব্লুটুথ (Pair Bluetooth) ডিভাইসের কানেকশন ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুন: 84 Days Prepaid Plan: Jio, Airtel, Vi দিচ্ছে 84 দিনের দুর্দান্ত প্ল্যান সহ এই সুবিধা!
(৭/৭) উপরের পদ্ধতিগুলি অনুসরণ করলে আপনার ফোনের ইন্টারনেট সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যদি সমস্যার সমাধান না হয় তবে ফোনটি পরীক্ষার জন্য ফোন সার্ভিস দোকানে নিয়ে যান।