84 Days Prepaid Plan: Jio, Airtel, Vi দিচ্ছে 84 দিনের দুর্দান্ত প্ল্যান সহ এই সুবিধা!
84 Days Prepaid Plan: আপনি যদি ৮৪ দিনের বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। Airtel, Jio এবং Vodafone Idea প্রভৃতি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের জন্য কম দামে প্রিপেড প্ল্যান নিয়ে আসে। উক্ত ৮৪ দিনের বৈধ্যতা যুক্ত প্ল্যান গুলিতে রয়েছে আনলিমিটেড কলিং (Unlimited Calling), হাই স্পিড ডেটা (High Speed Internet) এবং এসএমএস (SMS) পরিষেবার সুবিধা।
Jio 395 টাকার রিচার্জ প্ল্যান:
Jio সংস্থার ৩৯৫ টাকা রিচার্জ প্ল্যানে রয়েছে ৬ জিবি হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। উক্ত পরিষেবা শেষ হবার পর এই প্ল্যানের মাধ্যমে আপনি 64Kbps করে ইন্টারনেট পরিষেবা পাবেন। এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। আপনি এই প্ল্যানের মাধ্যমে পাবেন আনলিমিটেড কলিং-এর সুবিধা।
এছাড়াও উক্ত প্ল্যানে রয়েছে ১০০০ টি SMS-এর সুবিধা। আপনি এই প্ল্যানের মাধ্যমে পাবেন Jio Cinema সহ অন্যান্য Jio App-এর অ্যাপ্লিকেশন।
Airtel 455 টাকার রিচার্জ প্ল্যান:
Airtel সংস্থার ৪৫৫ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে ৬ জিবি ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুবিধা। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে আপনি পাবেন আনলিমিটেড কলিং-এর সুবিধা। উক্ত প্ল্যানের মেয়াদ ৮৪ দিন।
আরও পড়ুন: ২৯ ফেব্রুয়ারি দুর্দান্ত ফোন আনছে Oppo, ধামাকাদার ক্যামেরা সহ আর কী কী পাবেন?
এছাড়াও এই রিচার্জ প্ল্যান (Recharge Plan)-এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন ৯০০ SMS পরিষেবা। রয়েছে Apollo 24|7 Circle, Hellotunes এবং Enjoy Wynk Music ফ্রিতে ব্যবহারের সুবিধা।
Vodafone Idea 459 টাকার রিচার্জ প্ল্যান:
Vodafone Idea সংস্থার ৪৫৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে সর্বমোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা। ওই পরিমাণ ইন্টারনেট শেষ হওয়ার পর ১ MB ৫০ পয়সা করে অর্থ দিতে হবে। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন।
আরও পড়ুন: অবশেষে ভারতে লঞ্চ হল Nothing Phone 2a, জেনে নিন এর দাম এবং স্পেসিফিকেশন
উক্ত প্ল্যানে আপনি পাবেন ১০০০ টি SMS পরিষেবা। এছাড়াও রয়েছে Vi Movies & TV অ্যাপ, 5000+ সিনেমা এবং 200+ টিভি চ্যানেল শো ইত্যাদি দেখার সুবিধা।
আরও পড়ুন: 84 দিন ফ্রি পাবেন Netflix, প্রচুর 5G ডেটা, সাথে মিলবে আনলিমিটেড কল!