হঠাৎ কমে গিয়েছে ফোনের স্পিকারের সাউন্ড? কয়েকটা সেটিংস বদলালেই কেল্লাফতে!
(১/৬) ফোন (Phone) যত পুরানো হয় সমস্যাও তত বৃদ্ধি পায়। হ্যাং হওয়া থেকে ফোনের স্পিকারের আওয়াজ কমে যাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে থাকে। এছাড়াও মাঝে মধ্যে ফোন কলে শুনতে না পাওয়ার মতো সমস্যার মতো দেখা দেয়। তবে এই সমস্যা যে কেবলমাত্র ফোন পুরনো হওয়ার কারণে হয় তেমনটা নয় মাঝে মাঝে আমাদের ভুল কিছু কারণেও হয়ে থাকে সমস্যা।
(২/৬) ফোনে স্পিকারের আওয়াজ কমে যাওয়ার পেছনে থাকে একাধিক কারণ। ফোনে স্পিকারে ধুলোবালি বা ময়লা জমা, ফোনের কোন ইলেকট্রিক পার্টস খারাপ হয়ে যাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ফোনের স্পিকারের আওয়াজ কমে যায়। আপনার ফোনেও যদি এমন সমস্যা থেকে থাকে তবে দ্রুত তা ঠিক করুন।
স্পিকার পরিষ্কার করুন (Speaker Cleaning):
(৩/৬) মোবাইল বিশেষজ্ঞদের মত অনুসারে, ফোনের ভালো প্রদর্শনের জন্য কিছু সময় পরপর স্পিকার পরিষ্কার (Speaker Cleaning) করার জরুরী। আপনি যদি ফোনের স্পিকার দীর্ঘদিন অপরিষ্কার রাখেন তবে আপনার ফোনের স্পিকারের আওয়াজ কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে আপনি একটি নরম টুথব্রাশ বা স্পিকার ক্লিনারের সাহায্যে সহজেই আপনার ফোনের স্পিকার ঠিক পরিষ্কার করে নিতে পারেন। তবে সাবধানে স্পিকারটি পরিষ্কার করতে হবে, কারণ জোরে ঘষলে স্পিকারে ক্ষতি হবার সম্ভাবনা থাকতে পারে। তবে পরিষ্কারের সময় কোনো রকম তরল পদার্থের ব্যবহার করবেন না।
ফোন সেটিংস পাল্টে নিন (Phone Settings):
(৪/৬) অনেক সময় ফোনে সেটিংসের (Settings) কারণে স্পিকারের সাউন্ডে সমস্যা হতে থাকে। স্পিকার ভালোভাবে পরিষ্কার করার পর যদি আপনার সাউন্ড ঠিক না হয় তবে একবার ফোনের সেটিংসটি পরিবর্তন করে নিন। এর জন্য প্রথমে ফোনের সেটিংস (Settings) অপশনে যান। তারপর সাউন্ড এবং ভাইব্রেশন (Sound and Vibration) অপশনে ক্লিক করুন। এরপর সেখানে মিডিয়া, রিংটোন, অ্যালার্ম (Alarm) ইত্যাদির শব্দ পছন্দ অনুযায়ী সেট করে নিন।
আরও পড়ুন: রিয়ালমি-র 12 সিরিজে লঞ্চ হতে পারে Realme 12 Plus 5G, MIIT সাইটে দেখা মিলল এই ফোনের
স্পিকার ক্লিনার ফিচার(Speaker Cleaner Features):
(৫/৬) তবে একাধিক ফোনে স্পিকার ক্লিনার ফিচারস (Speaker Cleaner Features) বলে অপশন থাকে। আপনার ফোনে যদি এই অপশনটি থাকে তবে উক্ত অপশনটি অন করে দিন। এই অপশনটি অডিও টেস্টিং টুল (Audio Testing Tool) হিসাবে বিবেচিত। এটি চালু করার সাথে সাথে আপনার ফোনের স্পিকারটির আওয়াজ জোরে হবে।
আপডেট সফ্টওয়্যার (Software Update):
(৬/৬) একাধিক সময় এমনও দেখা যায় যে সফটওয়্যার আপডেট (Software Update) না করার ফলে ফোনের স্পিকারে সমস্যা হয়। তাই সঠিক সময়ে ফোনের সফটওয়্যার আপডেট (Software Update) দিন। সফটওয়্যার আপডেটের ফলে ফোনের একাধিক সমস্যার সমাধান হয়। উক্ত পদ্ধতিগুলি অবলম্বন করে যদি আপনার ফোনের স্পিকারের আওয়াজ ঠিক না হয় তবে ফোনটিকে এবার মেরামতের জন্য দোকানে নিয়ে যান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ব্লাড প্রেসার থেকে ECG, Samsung-র এই স্মার্টওয়াচ বাড়িতেই সব রিপোর্ট দেবে!
👉 হঠাৎ কমে গিয়েছে ফোনের স্পিকারের সাউন্ড? কয়েকটা সেটিংস বদলালেই কেল্লাফতে!