রিয়ালমি-র 12 সিরিজে লঞ্চ হতে পারে Realme 12 Plus 5G, MIIT সাইটে দেখা মিলল এই ফোনের
Realme সংস্থা এবার লঞ্চ করতে চলেছে Realme 12 Plus 5G মোবাইল ফোন। সূত্রের খবর অনুযায়ী ২৯ জানুয়ারি, কোম্পানির পক্স থেকে Realme 12 Pro এবং Realme 12 Pro Plus ফোন পেশ হবে। তবে এই ফোনটি হতে চলেছে বাজেট ফ্রেন্ডলি। যদিও পূর্বে Realme 12 Plus স্মার্টফোনের MIIT সার্টিফিকেট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হতে দেখা গেছে। ফোনটির ডিজাইন কেমন হতে চলেছে জানো? বিস্তারিত।
Realme 12 Plus 5G ফোনের MIIT লিস্টিং:
১. Realme 12 Plus 5G ফোনটির চীনের MIIT সাইটে মডেল নম্বর দেওয়া আছে RMX3866। কিন্তু আন্তর্জাতিক স্তরে ফোনটির মডেল নম্বর হল RMX3867।
২. MIIT সার্টিফিকেশন অনুসারে, উক্ত ফোনটি অনুরূপ Realme 12 Pro সিরিজের মতই। ফোনটির রং হবে ব্লু।
৩. উক্ত সাইটে শেয়ার করা ছবি অনুসারে, ফোনটিতে থাকছে চারটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট অর্থাৎ ক্যামেরা সেটআপটি দেখতে গোলাকৃতি।
৪. ফোনটির ব্যাক প্যানেলের মাঝে একটি বড় ভার্টিক্যাল মেটালিক স্ট্রিপ রয়েছে। ফোনটিতে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য থাকছে লেদার ফিনিশ।
আরও পড়ুন: সামনে এল Vivo V30 সিরিজের টিজার, কী কী ফিচার থাকবে?
৫. ফোনটির ব্যাক প্যানেলে থাকছে Realme ব্র্যান্ডিং। ফোনটির ডান দিকে প্যানেলে উপলব্ধ থাকছে ভলিউম এবং পাওয়ার বাটন।
৬. শেয়ার করা ছবি অনুসারে, Realme 12 Plus স্মার্টফোনে থাকার সম্ভাবনা রয়েছে বক্সি চেসিস এবং ফ্ল্যাট ডিসপ্লের।
Realme 12 Pro Plus 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 12 Pro Plus 5G Specifications):
ডিসপ্লে (Display):
Realme 12 Pro Plus স্মার্টফোনে থাকার সম্ভাবনা রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির ফুল HD কার্ভ AMOLED ডিসপ্লে। যেটি ২,৪১২ × ১,০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। তবে উক্ত ফোনটির স্ক্রিন পাঞ্চ হোল ডিজাইন যুক্ত হতে পারে।
প্রসেসর (processor):
Realme 12 Pro Plus 5G ফোনে থাকার সম্ভাবনা রয়েছে কোয়ালকম Snapdragon 7S জেন 2 চিপসেট। গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হতে পারে অ্যাড্রিনো জিপিইউ।
স্টোরেজ (Storage):
Realme 12 Pro Plus 5G ফোনের টপ মডেলটি ১৬ র্যাম (RAM) এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ (ROM) যুক্ত হতে চলেছে। তবে ফোনে মেমোরি বৃদ্ধি করার জন্য মেমরি কার্ড স্লট দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যামেরা (Realme 12 Pro Plus 5G Camera):
Realme 12 Pro Plus 5G ফোনটিতে থাকার সম্ভাবনা হয়েছে ২০০ এমপি পেরিস্কোপ লেন্স-এর। এছাড়াও থাকতে পারে ১২০X জুম এবং ৩X জুম ফিচারস। ভিডিও কলিং এবং সেলফির সুবিধার জন্য ফোনটিতে থাকছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
Realme 12 Pro Plus 5G ফোনে থাকতে পারে ৫,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট সিস্টেম।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 Moto Razr 40: ধামাকা অফার! ২০,০০০ টাকা ছাড়ে মিলছে মটোরোলার ফোল্ডেবেল মোবাইল