সামনে এল Vivo V30 সিরিজের টিজার, কী কী ফিচার থাকবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Vivo V30 & Vivo V30 Pro: Vivo কোম্পানি অতি দ্রুত Vivo V30 ফোনটি বাজারে আনতে চলেছে। সংস্থার গ্লোবাল সাইটে কোম্পানির তরফ থেকে টিজার প্রকাশ করা হয়েছে। উক্ত টিজার অনুসারে, Vivo V30 এবং Vivo V30 Pro এই দুটি ফোন লঞ্চ হতে পারে। আন্তর্জাতিক বাজারে ফোন দুটি আত্মপ্রকাশের পর ভারতসহ অন্যান্য বাজার থেকে ফোনটি কিনতে পারবেন সকলেই। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পাওয়ার তথ্য অনুসারে নিচে ফোন দুটির সম্ভাব্য ফিচারস সম্পর্কে আলোচনা করা হলো।

Vivo V30 সিরিজের টিজার:

১. ফিলিপিন্সের ওয়েবসাইটে Vivo V30 ফোনের প্রথম লুক প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে ফোনটির মাইক্রোসাইট

২. শেয়ার করা ছবি অনুসারে, ফোনটি হতে চলেছে কার্ভ ডিসপ্লে যুক্ত এবং স্ক্রিনের মাঝ বরাবর থাকার সম্ভাবনা রয়েছে পাঞ্চ হোল কাটআউট।

৩. ফোনের ব্যাক প্যানেলে উপলব্ধ থাকতে পারে চারকোনাকৃতি ক্যামেরা সেন্সর।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৪. এ অবধিপ্রাপ্ত তথ্য অনুসারে, সংস্থার তরফ থেকে Vivo V30 এবং Vivo V30 Pro 5G ফোন বাজারে আসতে পারে।

৫. এখন দেখার বিষয় হল যে কবে ফোনটি সম্পর্কে সংস্থার পক্স থেকে অফিসিয়ালি ঘোষণা প্রকাশিত হয়।

Vivo V30-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo V30 & Vivo V30 Pro Specifications):

ডিসপ্লে (Display):

Vivo V30 ফোনে থাকার সম্ভাবনা রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যেটি ১২৬০ × ২৮০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত।

প্রসেসর (processor):

Vivo V30 ফোনে উপলব্ধ থাকতে পারে কোয়ালকম Snapdragon 7 Zen 3 চিপসেট।

স্টোরেজ (Storage):

Vivo V30 ফোনে থাকতে পারে ১২ জিবি অবধি LPDDR4x RAM এবং ২৫৬ জিবি অবধি UFS ২.২ ইন্টারনাল স্টোরেজ।

ক্যামেরা (Camera):

উক্ত ফোনে থাকতে পারে Aura LED ফ্ল্যাশলাইট যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা ক্যামেরা সেটআপ। উক্ত ফোনে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। ৮ এমপি আল্ট্রা ওয়ার্ল্ড এঙ্গেল ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর সুবিধার জন্য থাকছে ৫০ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর সহ ডুয়েল ফ্ল্যাশলাইটের (Double Flashlight) সুবিধা।

ব্যাটারি (Battery):

Vivo V30 ফোনে থাকতে পারে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। এর সাথে আরো রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।

ওএস (OS):

Vivo V30 ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এবং ফানটাচ OS 14 সাপোর্ট যুক্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন:

👉 Moto Razr 40: ধামাকা অফার! ২০,০০০ টাকা ছাড়ে মিলছে মটোরোলার ফোল্ডেবেল মোবাইল

👉 ৯০ হাজার টাকার Laptop মাত্র ১৫,৮৯৯ টাকায়! সুযোগ হাত ছাড়া করবেন না