৯০ হাজার টাকার Laptop মাত্র ১৫,৮৯৯ টাকায়! সুযোগ হাত ছাড়া করবেন না
(১/৬) আপনি যদি একটি ল্যাপটপ কেনার কথা ভাবেন করেন, তবে এবার খুব কম দামে কিনতে পারবেন ল্যাপটপ। আপনার কাছে রয়েছে ল্যাপটপ কেনার একটি দারুন সুযোগ। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon মাঝে মধ্যেই সংস্কার যোগ্য স্মার্টফোনের লিস্ট সামনে নিয়ে আসে। আপনি অনায়াসে উক্ত ফোন গুলির সাহায্যে একটি ভালো ল্যাপটপ কিনতে নিতে পারবেন। লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপের (Lenovo ThinkPad 6th) ক্ষেত্রে এমনই একটি আকর্ষণীয় অফার সামনে এসেছে।
ল্যাপটপের মূল্য এবং অফার:
(২/৬) Lenovo ThinkPad 6th জেনারেশন ল্যাপটপটির বাজার মূল্য ৮৯,৯৯৯ টাকা। বর্তমানে এটি অনেক সস্তায় পেতে পারবেন আপনি কারণ এটি একটি সংস্কার করা ল্যাপটপ। উক্ত কারণের জন্য প্রায় ৭৪,০০০ টাকা ছাড়ে অর্থাৎ মাত্র ১৫,৮৯৯ টাকায় কিনতে পারবেন এই ল্যাপটপটি। তবে আপনি মাত্র ৭৭১ টাকা প্রতি মাস EMI-তে কিনতে পারবেন ল্যাপটপটি।
(৩/৬) ওই পরিমাণ বিশাল ছাড়ের পরও আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ১৫০ টাকা ব্যাংক ছাড়। এর সঙ্গে আপনি পেয়ে যাবেন ৭ দিনের রিটার্ন পলিসি অর্থাৎ আপনি ল্যাপটপ কেনার পর আপনার পছন্দসই না মনে করেন তবে আপনি এটি ৭ দিনের মধ্যে ফেরত দিতে পারবেন। আপনি এই ল্যাপটপের সাথে পাবেন ৬ মাস ওয়ারেন্টি অফার এবং ফ্রী ডেলিভারির সুবিধা।
ল্যাপটপের স্পেসিফিকেশন:
(৪/৬) Lenovo ThinkPad 6th ল্যাপটপটি একটি সংস্কার করা ল্যাপটপ। এই ল্যাপটপটিতে উপলব্ধ রয়েছে Intel Core i5 সাপোর্ট সিস্টেম। ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির স্ক্রিন। উক্ত ল্যাপটপে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। Lenovo ThinkPad 6th ল্যাপটপটি Windows 11 সাপোর্টযুক্ত। ল্যাপটপটিতে রয়েছে ২.৩ হার্টজ CPU স্পিড।
আরও পড়ুন: SAMSUNG Galaxy Z Flip 4 5G 39% সস্তায় পেয়ে যাবেন, কোথায় পাবেন এই অফার?
(৫/৬) সংস্কার করা অর্থাৎ পুরনো জিনিস গুলি মেরামত বা ঠিক করে সেটি গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। এই ল্যাপটপ গুলি নতুন ল্যাপটপের মতোই তবে এগুলি একটি নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি সহ গ্রাহকদের কাছে বিক্রি করা হয়।
(৬/৬) Lenovo Group Limited হল একটি জনপ্রিয় চিন প্রযুক্তির সংস্থা। Lenovo Group Limited সফ্টওয়্যার, ব্যক্তিগত কম্পিউটার, কনজিউমার ইলেকট্রনিক্স, ব্যবসায়িক সমাধান এবং সম্পর্কিত পরিষেবাগুলির ডিজাইন, তৈরি এবং বিক্রয়ের প্রতিষ্ঠান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 Moto Razr 40: ধামাকা অফার! ২০,০০০ টাকা ছাড়ে মিলছে মটোরোলার ফোল্ডেবেল মোবাইল