Samsung Galaxy Book 4: ভারতে আত্মপ্রকাশ গ্যালাক্সি বুক ৪-এর, এর দাম সহ স্পেকইফিকেশন জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Samsung Galaxy Book 4: সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে স্যামসাং গ্যালাক্সি বুক ৪ (Samsung Galaxy Book 4)। যদিও এর পূর্বে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে ৩টি ল্যাপটপ (Laptop) যথা- স্যামসাং গ্যালাক্সি বুক ৪ প্রো, গ্যালাক্সি বুক ৪ ৩৬০ এবং গ্যালাক্সি বুক ৪ প্রো ৩৬০। পূর্বের মডেল গুলির মতো স্যামসাং গ্যালাক্সির এই মডেলও ব্যবহৃত হয়েছে Intel Core Ultra প্রসেসর।

সংশ্লিষ্ট ল্যাপটপে আরও রয়েছে স্যামসাং গ্যালাক্সির নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচারস। ভিডিও এডিটিং বা ফটো রিমাস্টারিং করার ক্ষেত্রে এই AI ফিচারস গুলি কার্যকরী হিসাবে গণ্য হবে। উক্ত ল্যাপটপটি উপলব্ধ রয়েছে ২টি রঙে। এছাড়াও এই ল্যাপটপটিতে রয়েছে সিপিইউ (CPU) এবং র‍্যাম (RAM)-এর ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট।

ভারতীয় বাজারে স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপের দাম 

স্যামসাং গ্যালাক্সির ভারতীয় ওয়েবসাইটে Samsung Galaxy Book 4 ল্যাপটপের বাজার মূল্য ৭০,৯৯০ টাকা। সংশ্লিষ্ট ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে Intel Core 5 CPU এবং ৮ জিবি র‍্যাম। Samsung Galaxy Book 4 ল্যাপটপটির Intel Core 5 CPU এবং ১৬ জিবি র‍্যাম সহ ভ্যারিয়েন্টটির দাম ৭৫,৯৯০ টাকা। সংশ্লিষ্ট ল্যাপটপটির Intel Core 7 প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম সহ ভ্যারিয়েন্টটির দাম ৮৫,৯৯০ টাকা। ক্রেতারা ধূসর এবং রুপোলি রঙে এই ল্যাপটপটি কিনতে পারবেন। বর্তমানে এই ল্যাপটপটি অনলাইন সেলিং প্লাটফর্ম এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে গ্রাহকরা কিনতে পারবেন।

সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আপনি যদি ল্যাপটপ কেনেন তবে সে ক্ষেত্রে পেয়ে যাবেন প্রায় ৫০০০ টাকা অবধি ক্যাশব্যাক অফার। আবার অনেক ক্ষেত্রে গ্রাহকরা পেতে পারেন ৪০০০ টাকা ছাড়ের একটি আপগ্রেড বোনাস অফার। যদি কোন শিক্ষার্থী এই ল্যাপটপটি কেনেন তবে সে ক্ষেত্রে সে পেয়ে যাবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। এছাড়াও গ্রাহকরা পাবেন ২৪ মাস অবধি No-Cost EMI-এর সুবিধা।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: Earbuds: ১০০০ টাকার মধ্যেই ৩ টি দুর্দান্ত ইয়ারবাডস কিনতে পারবেন! কী ভাবে পাবেন এই সুযোগ?

Samsung Galaxy Book 4 ল্যাপটপটিতে উপলব্ধ রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল HD রেজোলিউশন সহ LED অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। সংশ্লিষ্ট ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে Intel Core 7 processor 150U CPU। এই ল্যাপটপটি বাজারে অনা হয়েছে ১৬ জিবি অবধি LPDDR4x র‍্যাম এবং ৫১২ জিবি অবধি NVMe SSD ইন্টারনাল স্টোরেজ সমেত। আপনি চাইলে উক্ত ল্যাপটপটির স্টোরেজ ১ টিবি বর্ধিত করতে পারবেন। ল্যাপটপটিতে রয়েছে Windows 11 Home প্রি-ইনস্টলের সুবিধা।

আরও পড়ুন👉: ১০ হাজারের কমে 5G ফোন কিনতে চান? Poco-র এই ফোনে আছে 50MP ক্যামেরা সহ অনেক কিছু কিছু

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

হোয়াটসঅ্যাপ গ্রুপ-এ যুক্ত হন👉যুক্ত হন