Earbuds: ১০০০ টাকার মধ্যেই ৩ টি দুর্দান্ত ইয়ারবাডস কিনতে পারবেন! কী ভাবে পাবেন এই সুযোগ?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Earbuds: নতুন কোন ইলেকট্রিক গ্যাজেট (Electronic Gadgets) ঘরে আনার কথা ভাবছেন? আপনি কি ১০০০ টাকার মধ্যে কিনতে চাইছেন কোন ইয়ারবাডস (Earbuds Under Rs 1,000)? আপনি গান শুনতে, গেম খেলতে বা সিনেমা দেখতে পছন্দ করেন তার জন্য কিনতে চান ইয়ারবাডস। বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon India) ১০০০ টাকার মধ্যে কতকগুলি ইয়ারবাডস কেনার সুযোগ দিচ্ছে। কোন কোন ইয়ারবাডস কিনতে পারবেন এই বাজেটে জানুন বিস্তারিত।

Portronics Harmonics Twins S5 Smart TWS Earbuds:

সংশ্লিষ্ট এই ইয়ারবাডসে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্টেড এবং এটি টাচ কন্ট্রোল ফিচারস যুক্ত। ফোনের সঙ্গে ইয়ারবাডস কানেকটেড থাকলে খুব সহজেই ফোন কল ধরা যায়। এর সঙ্গে রয়েছে স্মুথ অডিও এক্সপেরিয়েন্স-এর সুবিধা। আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার কাছে উপলব্ধ ডিভাইসের সঙ্গে খুব তাড়াতাড়ি সংযুক্ত করতে পারবেন এই ইয়ারবাডস। ফোনে কথা বলা বা গেম খেলার সর্ব ক্ষেত্রেই গ্রাহকদের ভালো পরিষেবা প্রদান করে এই ইয়ারবাডস।

কেবলমাত্র এটিই নয় এই ইয়ারবাডসটি যদি গ্রাহকরা সারাদিন কানে দিয়ে থাকেন তাহলেও তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবেই এর ডিজাইন করা হয়েছে। এই ইয়ারবাডসের ডিজাইন ইউজারদের জন্য অত্যন্ত আরামদায়ক। উক্ত ইয়ারবাডসে ব্যবহৃত হয়েছে ৮.৫ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এই ইয়ারবাডসে রয়েছে LED ডিসপ্লে সহ চার্জিং কেস যেটি ১৫ ঘণ্টা অবধি পরিষেবা দিতে সক্ষম। বাজারে প্রথম আসার সময় এই ইয়ারবাডসের দাম ছিল ২৯৯৯ টাকা। বর্তমানে এই ইয়ারবাডসের উপর Amazon সংস্থা ২১০০ টাকা ছাড় দিচ্ছে। এর ফলে আপনি ইয়ারবাডসটি কিনতে পারবেন মাত্র ৮৯৯ টাকায়

pTron Bassbuds Tango TWS Earbuds:

সংশ্লিষ্ট এই ইয়ারবাডসটি বাজারে আত্মপ্রকাশের সময় বাজার মূল্য ছিল ৩৯৯৯ টাকা। বর্তমানে Amazon সংস্থা এই ইয়ারবাডসটির উপর ৩৩০০ টাকা ছাড় দিচ্ছে। এর ফলে আপনি এই ইয়ারবাডসটি কিনতে পারবেন মাত্র ৬৯৯ টাকায়।এই ইয়ারবাডসটিতে রয়েছে AI প্রযুক্তি সহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্টেড সিস্টেম। এই কারণে আপনি এই ইয়ারবাডসটির মাধ্যমে একদম পরিষ্কার, স্পষ্ট শব্দ শুনতে পাবেন। তাই আপনি গান শুনার সময়, ভিডিও দেখার সময় বা গেম খেলার সময় অন্যান্য শব্দের দ্বারা বিরক্তি হবেন না। এই ইয়ারবাডসটি একবার ফুল চার্জিংয়ে পেয়ে যাবেন ৪০ ঘণ্টা অবধি পরিষেবা।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: Samsung Galaxy Book 4: ভারতে আত্মপ্রকাশ গ্যালাক্সি বুক ৪-এর, এর দাম সহ স্পেকইফিকেশন জেনে নিন

উক্ত ইয়ারবাডসটি ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স সমেত আরামদায়ক ডিজাইন এবং সফট টাচ কন্ট্রোল পরিষেবা প্রদান করতে সক্ষম। এই ইয়ারবাডসটিতে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি ভার্সন সাপোর্ট করে। এই ডিভাইসটি একবার ফুল চার্জ হতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এই ইয়ারবাডসটি সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। এর অর্থ এই ডিভাইসটি ঘাম এবং জল থেকে খারাপ হওয়ার সম্ভাবনা কম।

boAt Airdopes 121 PRO TWS Earbuds:

boAt Airdopes 121 PRO ইয়ারবাডসটি AI ফিচারস যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার সাপোর্টেড। এই ডিভাইসটিতে উপলব্ধ রয়েছে ১০ মিলিমিটারের অডিও ড্রাইভার্স। এটিতে রয়েছে ৫০ ঘণ্টা অবধি প্লেব্যাকের সুবিধা। এই ইয়ারবাডসটি একটানা ৮ ঘণ্টা পরিষেবা প্রদান করতে সক্ষম।

আরও পড়ুন👉: ১০ হাজারের কমে 5G ফোন কিনতে চান? Poco-র এই ফোনে আছে 50MP ক্যামেরা সহ অনেক কিছু কিছু

ইয়ারবাডসের ASAP Charge টেকনোলজির জন্য আপনি মাত্র ৫ মিনিট চার্জিংয়ে পেয়ে যাবেন ১ ঘণ্টা প্লেব্যাকের সুবিধা। গেম খেলা, গান শোনা, ভিডিও দেখার ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন দুর্দান্ত পরিষেবা। বাজারে আত্মপ্রকাশের সময় এই ইয়ারবাডসটির বাজার মূল্য ছিল ২৯৯০ টাকা। কিন্তু বর্তমানে আপনি এই ইয়ারবাডসটি Amazon প্ল্যাটফর্ম থেকে মাত্র ৮৯৯ টাকায় কিনতে পারবেন।

আরও পড়ুন👉: Samsung Galaxy M55 ও Galaxy M15 5G ভারতে কবে লঞ্চ হবে? এর স্পেসিফিকেশন কী?

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

হোয়াটসঅ্যাপ গ্রুপ-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: 12GB RAM, MediaTek Dimensity 9300 ও দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro, গুগল প্লে কনসোলে লিস্টেড হল এই ফোন