12GB RAM, MediaTek Dimensity 9300 ও দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro, গুগল প্লে কনসোলে লিস্টেড হল এই ফোন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

iQOO Neo 9S Pro: iQOO-এর নতুন গুগল প্লে কনসোল লিস্টিং লিস্টিং অনুসারে গ্লোবাল মার্কেটে সংশ্লিষ্ট সংস্থাটি একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। iQOO সংস্থার তরফ থেকে চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে iQOO Neo 9 Pro ফোনটি। সংস্থার পক্ষ থেকে এবার Flagship MediaTek demanCity প্রসেসর সহ একটি নতুন ফোন লঞ্চ করতে পারে। QOO Neo 9S Pro ফোনটি সম্পর্কে জানুন বিস্তারিত।

iQOO Neo 9S Pro স্মার্টফোনের চিপসেট:

iQOO Neo সিরিজের একটি নতুন মডেলের লিস্টিং প্রকাশিত হয়েছে গুগল প্লে কনসোলে। সেখানে iQOO Neo 9S Pro স্মার্টফোনটি V2339A মডেল নম্বর সমেত প্রকাশ পেয়েছে। প্রকাশিত লিস্টিং অনুসারে, সংশ্লিষ্ট ফোনটিতে ব্যবহৃত হয়েছে Flagship MediaTek demanCity প্রসেসর। ফোনটিতে রয়েছে ১২ জিবি র‍্যাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। ২৮০০ × ১২৬০ পিক্সেল ডিসপ্লে থাকতে পারে ফোনটিতে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারতীয় বাজারে মুক্তি পাওয়া iQOO Neo 9 Pro ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছিল Snapdragon 8 Gen 2 চিপসেট। সংশ্লিষ্ট কোনটি চীনের বাজারে মুক্তি পাওয়া ভ্যানিলা মডেল iQOO Neo 9 ফোনের রিব্র্যান্ড ভার্সন।

চিনা বাজারে iQOO Neo 9 Pro ফোনটি MediaTek demanCity ৯৩০০ প্রসেসর এবং ৫০ এমপি ক্যামেরা সেন্সর সমেত আত্মপ্রকাশ করে। গুঞ্জন উঠেছে যে এই মডেলটি ভারতসহ গ্লোবাল মার্কেটে iQOO Neo 9S Pro নামে উপলব্ধ থাকবে। ফোনটিতে থাকতে পারে ব্লু কালার অপশন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: মাত্র ১৩,২৯৯ টাকা দামে লঞ্চ হল দুর্দান্ত Samsung galaxy M15 5G, জেনে নিন স্পেসিফিকেশন সহ বিস্তারিত

iQOO Neo 9S Pro ফোনের সম্ভাব্য ফিচারস এবং স্পেসিফিকেশন:

ডিসপ্লে (Display):

ফোনটিতে উপলব্ধ থাকতে পারে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যার রেজোলিউশন ২৮০০ × ১২৬০ পিক্সেল।

প্রসেসর (Processor):

পারফরমেন্সের জন্য ফোন দিতে থাকতে পারে MediaTek demanCity 8300 প্রসেসর।

আরও পড়ুন👉: লঞ্চ হল মাত্র Jio-র ধামাকা রিচার্জ প্ল্যান! ৫৬ দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটেড ডেটা ও কল

ক্যামেরা (Camera):

সংশ্লিষ্ট ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ এমপি IMX920 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫০ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য রয়েছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

ব্যাটারি (Battery):

সংশ্লিষ্ট ফোনটিতে থাকবে ৫,১৬০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।

ওএস (OS):

সংশ্লিষ্ট ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে কর্মক্ষম এবং টাচ ওএস ১৪।

ভারতীয় বাজারে সংশ্লিষ্ট ফোনটি আত্মপ্রকাশ করল টক্কর দেবে OnePlus ১২ স্মার্টফোনকে। যেটি ডুয়েল রিয়ার ক্যামেরার জন্য অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। Snapdragon 8 Gen 2 চিপসেটের এই ফোনটি বাজারে আসলে বেশ জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। তবে সংস্থার পক্ষ থেকে অফিসিয়ালি কিছু ঘোষনা করা হয়নি।

আরও পড়ুন👉: Garena Free Fire Max Redeem Code: ডায়মন্ড জিতুন ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

হোয়াটসঅ্যাপ গ্রুপ-এ যুক্ত হন👉যুক্ত হন