ব্লাড প্রেসার থেকে ECG, Samsung-র এই স্মার্টওয়াচ বাড়িতেই সব রিপোর্ট দেবে!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Samsung Galaxy Watch 6 এই স্মার্টওয়াচটি রক্তচাপ (BP) এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) ফিচারস-সহ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। ভারতীয় বাজারে মুক্তি পাওয়া এটিই প্রথম স্মার্ট ওয়াচ যাতে রয়েছে ওভার দ্য এয়ার অর্থাৎ OTA সাপোর্ট। এছাড়াও উক্ত স্মার্টওয়াচে পাবেন স্যামসাং হেলথ মনিটর বিপি (Samsung Health Monitor) এবং ইসিজি ট্র্যাকিং ফিচারসটি। উক্ত ফিচারস গুলির দ্বারা আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং চাইলেই নিয়মিত চেকআপ করতে পারবেন। এতগুলি ফিচারস যুক্ত স্মার্টওয়াচটির দাম ২১,৯৯৯ টাকা

আর কী কী ফিচার রয়েছে?

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (Central Drugs standard Control Organization) তরফ থেকে এই ফিচারসটি Samsung Galaxy Watch 6-এ প্রদান করা হয়েছে। এই স্মার্টওয়াচের দ্বারা আপনি বাড়িতেই পেয়ে যাবেন BP, ECG ট্র্যাকিং-এর মতো স্বাস্থ্য চেকআপ গুলি। এই স্মার্টওযাচ ব্যবহারকারীরা Galaxy Store থেকে Samsung Health Monitor অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি উক্ত অ্যাপে দেওয়া নির্দেশ গুলি মেনে চললেই খুব সহজে BP এবং ECG পরীক্ষা করতে পারবেন।

Galaxy Watch 4 এবং Galaxy Watch 5-এও একই ফিচারস উপলব্ধ আছে। আপনার যদি প্রত্যহ Blood Pressure চেকআপের প্রয়োজন হয় তবে আপনি Galaxy Watch ঘরে আনতে পারেন। Galaxy Watch গুলি ফটোপ্লেথিসমোগ্রাম (PPG) সেন্সর দ্বারা প্রস্তুত। যেকারনে এই স্মার্টওয়াচটি সিস্টোলিক (Systolic) এবং ডায়াস্টলিক চাপের (Diastolic) পাশাপাশি পালস রেটও রেকর্ড করতে সক্ষম। যেটি আপনি স্যামসাং হেলথ মনিটর (Samsung Health Monitor) অ্যাপে দেখতে পাবেন।

কীভাবে এই স্মার্টওয়াচ ব্যবহার করবেন?

১. প্রথমে Galaxy স্মার্টফোনের সঙ্গে Galaxy স্মার্টওয়াচটি পেয়ার করে নিন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২. এরপর আপনার হাতের কব্জিতে উক্ত স্মার্টওয়াচটি পড়ে নিন।

৩. এবার Samsung Health Monitor অ্যাপটি খুলুন।

৪. ECG চেকআপ করতে আপনার অপর হাতের আঙ্গুলগুলিকে উক্ত স্মার্টওয়াচের উপরের বোতামটির উপর হালকা ভাবে রেখে দিন।

৫. এবার আপনার ECG রিপোর্টটি একটি PDF আকারে আপনি যে স্মার্টফোনটির সাথে স্মার্টওয়াচটি পেয়ার করেছিলেন সেটিতে চলে যাবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন