Fire Boltt Dream Smartwatch: বাজারে এসে গেল সিম কার্ডযুক্ত স্মার্ট ওয়াচ, দাম মাত্র ৬,০০০ টাকারও কম!
Fire Boltt Dream Smartwatch 4G: বর্তমানে এই টেকনোলজির যুগে ঘড়িও হয়েছে স্মার্ট। পূর্বে যেখানে ঘুড়ি শুধুমাত্র সময় দেখার কাজে ব্যবহৃত হতো, সেখানে বর্তমানে ঘড়ি ব্যবহার শুধুমাত্র সময় দেখাতে আটকে নেই। বর্তমানে ঘরিতে এসেছে ফোন কল থেকে শুরু করে আরও একাধিক ফিচারস।
তবে বর্তমানে একাধিক কোম্পানি e-SIM যুক্ত Smart Watch বাজারে নিয়ে এসেছে। ভারতে এবার আত্মপ্রকাশ করতে চলেছে ফিজিক্যাল সিম স্লট যুক্ত স্মার্ট ওয়াচ। উক্ত ফিচারস যুক্ত Smartwatch-টির নাম Fire Boltt Dream Smartwatch। ঘড়িটির সম্ভাব্য ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানুন আজকে এই প্রতিবেদনে।
সিম সহ ঘড়ি
Fire Boltt Dream Smartwatch-এর একটি গুরুত্বপূর্ণ ফিচারস হল এই Smartwatch-এ সিম কার্ড ব্যবহার করা যায়। উক্ত সিম কার্ডটির মাধ্যমে আপনি 4G LTE নেটওয়ার্ক ব্যবহার এবং LTE Calling করতে পারবেন। এই Smartwatch-টিতে আপনি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারেন।
Fire Boltt Dream-এর স্পেসিফিকেশন
ডায়াল: এই স্মার্টফোনে উপলব্ধ আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ২.০২ ইঞ্চির ফুল HD ডিসপ্লে। যেটি ৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট সিস্টেম যুক্ত এবং যার রেজোলিউশন ৩২০ × ৩৮৬ পিক্সেল।
প্রসেসর: Fire Boltt Dream Smartwatch-টি মালী টি৮২০ এমপি১ জিপিইউ যুক্ত। এই স্মার্ট ঘড়িতে উপলব্ধ আছে কর্টেক্স-এ7এমপি কোয়াড কোর সিপিইউ (CPU)।
স্টোরেজ: Fire Boltt Dream Smartwatch উপলব্ধ রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি অবধি ইন্টারনাল স্টোরেজ।
কানেক্টিভিটি: Fire Boltt Dream Smartwatch রয়েছে 4G LTE, GPS, WiFi এবং Bluetooth-এর মতো পরিষেবা।
ব্যাটারি: Fire Boltt Dream Smartwatch-টিতে থাকছে ৮০০ mAh-এর একটি ব্যাটারি সাপোর্ট সিস্টেম। উক্ত কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে একবার Smartwatchটি ফুল চার্জিং-এ প্রায় ৩৬ ঘণ্টা অবধি চলবে।
হেলথ মিনিটরিং: Fire Boltt Dream Smartwatch-এ রয়েছে Heart rate monitoring, menstrual tracking, Blood pressure monitor, Sleep monitoring, Activity tracker এবং Breath training মত একাধিক ফিচারস।
অন্যান্য ফিচারস: Fire Boltt Dream Smartwatch রয়েছে Rotating Crown, Function Button, Android OS, Google Play Store, 300+ Sports modes, VR Workout, Voice Assistant, Cloud-based watch faces এবং Inbuilt Mic ও Speaker মত ফিচারগুলো।
Fire Boltt Dream ঘড়িটির দাম
Fire Boltt Dream Smartwatchটি আপনি মাত্র ৫,৯৯৯ টাকা থেকে কিনতে পারবেন। আপনি যদি ঘড়িটির সাথে লেদার স্ট্র্যাপ নেন তবে ঘড়িটির দাম পড়বে ৬,২৯৯ টাকা। আর যদি মেটাল স্ট্র্যাপ দেন তবে ঘড়িটির দাম পড়বে ৬,৪৯৯ টাকা।
জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Flipkart এবং উক্ত কোম্পানির ওয়েবসাইট থেকে উক্ত ঘড়িটি আপনি Fusion Flicker, Forest Fringe, Denim Dream, Cocoa Couture, Midnight Grace, Cherry Hug, Shadow Glide, Irish Glam, Sky Sizzle, Coral Breeze, Aqua Surge এবং Midnight Steel রঙে কিনতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ১০,০০০ টাকারও বেশি দাম কমে গেল Oppo Reno 11 5G ফোনের!কোথায় অর্ডার করবেন?