১০,০০০ টাকারও বেশি দাম কমে গেল Oppo Reno 11 5G ফোনের!কোথায় অর্ডার করবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) Oppo Reno 11 5G: কোন ফোনের নতুন মডেল বাজারে আত্মপ্রকাশ করার পরপরই তার দাম পড়ে যায় এমনটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তবে এক্ষেত্রে কোম্পানির দাম কমায় না। যেটি হয় তাহলে ই-কমার্স সাইটগুলি ফোনের ওপরে অধিক ছাড় দেয়। তবে এবার Oppo কোম্পানির একটি ফোন বাজারে লঞ্চ হওয়ার কয়েক দিন পরই ফোনটির ওপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে Flipkart অনলাইন প্লাটফর্ম।

(২/৬) এর মধ্যেই Oppo মোবাইল কোম্পানির Reno 11 সিরিজ বাজারে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে আপনি যদি একটি ভালো ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে Reno 11 বা Reno 11 Pro 5G ফোন দুটি কম দামে কিনতে পারবেন। জেনে নিন এই ফোন দুটিতে কি কি ফিচারস আছে।

অফার সমূহ (OPPO Reno 11 5G Offer):

(৩/৬) OPPO Reno 11 5G (১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ+ ৮ জিবি র‍্যাম) ফোনটি আপনি Flipkart থেকে কিনতে পারবেন। ফোনটির বাজার মূল্য (Oppo Reno 11 5G Price in India) হল ৩৮,৯৯৯ টাকা। তবে আপনি বর্তমানে Flipkart-এ ফোনটির উপর পেয়ে যাবেন ২৩ শতাংশ ছাড়। উক্ত ছাড়ের পর আপনি ফোনটি কিনতে পারবেন ২৯,৯৯৯ টাকায়

(৪/৬) তবে আপনি Flipkart-এ পাবেন ব্যাংক অফার। আপনি যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের (Credit Card)মাধ্যমে পেমেন্টে করেন তবে পাবেন ১০ শতাংশ ছাড় অর্থাৎ অতিরিক্ত ২৯০০ টাকার ছাড়। এছাড়াও আপনি পাবেন ফোন এক্সচেঞ্জ (Phone Exchange) অফার।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) আপনি যদি আপনার পুরাতন স্মার্টফোনটির (Smartphone) বদলে এই ফোনটি নিতে চান তবে আপনি পাবেন ২০,৭০০ টাকা অবধি ছাড়। তবে এই ছাড় শর্ত সাপেক্ষ যদিও এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে আপনার ফোনের বর্তমান অবস্থার এবং মডেলের উপর।

Oppo Reno 11 5G Specifications:

(৬/৬) Oppo কোম্পানির তরফ থেকে Reno 11 বা Reno 11 Pro 5G ফোনে দিচ্ছে ১ বছরের ওয়ারেন্টি। উক্ত ফোনটিতে উপলব্ধ রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল HD ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি এবং ট্রিপল হেয়ার ক্যামেরা সেটআপ সহ সেলফির সুবিধার জন্য ৩২ ফ্রন্ট ক্যামেরা সেন্সর। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন:

👉 Day Sale: ধামাকা অফার প্রজাতন্ত্র দিবসে! iPhone 15 নিতে পারবেন ১,৯৫৪ টাকা তে! এছাড়াও অনেক কিছু

👉 ব্লাড প্রেসার থেকে ECG, Samsung-র এই স্মার্টওয়াচ বাড়িতেই সব রিপোর্ট দেবে!

👉 হঠাৎ কমে গিয়েছে ফোনের স্পিকারের সাউন্ড? কয়েকটা সেটিংস বদলালেই কেল্লাফতে!