এই ৩ টিপস মেনে চলুন আপনার WhatsApp অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, নইলে বিপদে পড়তে হবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) ২০২৩ সালে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত নানান কেচ্ছা বড় আকার ধারণ করে। বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মেটা। এটি WhatsApp-এর মূল কোম্পানি। Whatsapp কে একটু সুরক্ষিত চ্যাটিং প্লাটফর্ম হিসাবে গড়ে তোলার জন্য এতে সংস্থার তরফ থেকে নতুন নতুন কিছু ফিচারস এবং পাওয়ার চালু করা হয়েছে। আপনার অ্যাকাউন্ট কে সুরক্ষিত করতে মেটা সংস্থার তরফ থেকে প্রস্তাবিত এই তিনটি পদক্ষেপ মেনে চলুন।

(২/৮) প্রথমত, আপনার ফোনে আসা ৬ সংখ্যার অথেন্টিকেশন কোড কারো সাথে শেয়ার করবেন না। WhatsApp অ্যাকাউন্টটি রেজিস্টার করার সময় এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে একটি ছয় সংখ্যার অথেন্টিকেশন কোড আপনার পাঠানো হয়। উক্ত কোডটি ব্যবহার করতে আপনি WhatsApp Account খুলতে পারবেন। আপনি যদি এই করতে কারো সঙ্গে শেয়ার করেন তবে আপনার চ্যাটের সুরক্ষা বিঘ্নিত হবে।

(৩/৮) উক্ত কোডের সাহায্যে ব্যাকআপ কৃত চ্যাট বন্ধু এবং পরিবার ও আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করা সম্ভব। তাই সংস্থার তরফ থেকে Whatsapp ইউজারদের ৬ সংখ্যার অথেন্টিফিকেশন কোডটির গোপনীয়তা রক্ষা করার কথা বলা হয়েছে।

(৪/৮) দ্বিতীয়ত, ইউজারদের সম্পূর্ণভাবে নিশ্চিত হতে হবে যে অন্য কোন স্মার্টফোন যেন ইউজারদের হোয়াটসঅ্যাপ নাম্বারের (WhatsApp Number) সাথে লিঙ্ক করা না থাকে। না হলে স্ক্যামাররা ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account)-এর সম্পূর্ণ ডিটেলস তার মাধ্যমে পেয়ে যাবেন এবং তার জন্য ইউজার আর্থিক প্রতারণার ফাঁদে পড়তে পারেন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৮) WhatsApp অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে গিয়েছে? যদি কোন ইউজার WhatsApp ব্যবহার করতে করতে হঠাৎ করে তার Whatsapp Account-এর অ্যাক্সেস হারিয়ে ফেলেন অর্থাৎ যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি (WhatsApp Account) আর খুলতে না পারেন তবে সেক্ষেত্রে অন্য কোন ব্যক্তির দ্বারা তার হোয়াটসঅ্যাপটি খোলার সম্ভাবনা সর্বাধিক। এমত অবস্থায় সবথেকে ভালো উপায় হল নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন বাতিল করা বা WhatsApp অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া।

(৬/৮) এর ফলে স্ক্যামাররা পূর্বের চ্যাটগুলি দেখার অনুমতি পাবে না। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি (WhatsApp Account) আবার রেজিস্টার (Register) করার ফলে মেটা সংস্থা তরফ থেকে সক্রিয়ভাবে অন্য স্মার্টফোনগুলি থেকে ইউজারদের অ্যাকাউন্টটি লগআউট (Log Out) করে দেয়। যে কারণে অন্য ব্যক্তির পক্ষে ব্যবহারকারীদের চ্যাট অ্যাক্সেস করা দুরহ হয়ে পড়ে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তৈরি করতে ব্যবহৃত সিম কার্ডের অ্যাক্সেস প্রয়োজন।

(৭/৮) আপনি আইফোন (iPhone) বা অ্যান্ড্রয়েড (Android) যে ধরনের ফোনে WhatsApp ইউজ করেন না কেন, আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সনটি (Latest WhatsApp Version) ব্যবহার করছেন কিনা। এর জন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনার WhatsApp অ্যাকাউন্টটি খুলতে পারবে না। WhatsApp সংস্থার তরফ থেকে প্রচলিত সকল আপডেটেড ফিচারগুলি ব্যবহার করতে পারবে না। আপনি যদি থার্ড-পার্টি WhatsApp অ্যাপ ব্যবহার করে থাকেন তবে অনেক ক্ষেত্রে আপনার পার্সোনাল ইনফরমেশন যুক্তি প্রতিপন্ন হয়।

(৮/৮) থার্ড-পার্টি WhatsApp ব্যবহারে ইউজাররা অ্যাকাউন্টের উপরে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেন না। যে কারণে পূর্বে meta সংস্থার তরফ থেকে থার্ড-পার্টি ক্লায়েন্ট ব্যবহার করার জন্য বেশ কিছু WhatsApp অ্যাকাউন্টকে পুরোপুরিভাবে ব্লক করা হয়।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন