ফোন খালি হ্যাং যায়? ঠিক করার সহজ উপায় জেনে নিন
(১/৪) আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা ফোন (Phone Hang) হ্যাং করার সমস্যায় ভুগেন। বিশেষত কোন কারণে যদি ফোন হ্যাং করে থাকে আর সমস্যাটি আপনি খুঁজে না পান তাহলে এর জন্য চিন্তার কিছু নেই। আজ আমরা এই প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করব। আপনিও যদি সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
(২/৪) স্মার্টফোনে (Smart Phone) যে প্রসেসর লাগানো থাকে সেটি একসঙ্গে অনেকগুলো কাজ করে। ব্যাকগ্রাউন্ডেও এর অনেক কাজ থাকে। আর এই মাল্টিটাস্টিং করার জন্য অনেক সময় আমাদের ফোন হ্যাং করে। তবে ফোন হ্যাং করার সঙ্গে সঙ্গে ফোন গরম হতে থাকে। আমরা এর সমস্যা হিসেবে ভাবি যে হয়তো স্টোরেজ ফুল থাকার কারণে এটি হয়ে থাকে। কিন্তু স্টোরেজ খালি করেও সমস্যা একই থেকে যায়।
(৩/৪) ফোন হ্যাং হওয়ার পিছনে নির্দিষ্ট কোন কারণ থাকে না।এর পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। অর্থাৎ একাধিক কারণে ফোন হ্যাং করতে পারে। তবে আপনার ফোন হ্যাং করলে আপনি এই থেকে খুব সহজেই সমাধান পেতে পারবেন। ফোন হ্যাং করলে কি করনীয় সেটি নিম্নে বলে দেওয়া হল-
- এর জন্য প্রথমে আপনাকে ফোনের Location অপশনে যেতে হবে।
- সেখানে থাকা Improve Accuracy অপশনে গিয়ে Wi-Fi Scanning ও Bluetooth Scanning অপশন বন্ধ করতে হবে।
- এরপরে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে।
- সেখানে থেকে অ্যাপস-এ ক্লিক করার পর Google Play Service এ যেতে হবে।
- সেখানে স্টোরেজ অপশন দেখতে পাবেন। এই স্টোরেজে গিয়ে Clear Cache অপশনে ক্লিক করতে হবে। এতে আপনার ফোনের মধ্যে যে জাঙ্ক ফাইলগুলো আছে সেগুলি আপনার ফোন থেকে ক্লিয়ার হয়ে যাবে।
- এরপর আপনাকে App details in store-এ যেতে হবে। সেখানে Deactivate অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনটি একবার অফ করে পুনরায় অন করতে হবে।
(৪/৪) তবে ফোন ক্লিন করার জন্য আপনি অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্লে স্টোর থেকে Phone Master অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের মধ্যে থাকা Phone Cooler সিলেক্ট করে Cool Down অপশনে ক্লিক করলে আপনার ফোন থেকে যাবতীয় জাঙ্ক ফাইলস সব ডিলিট হয়ে আপনার ফোন ক্লিন হয়ে যাবে। আর সময় অন্তর আপনার ফোন থেকে যদি জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়ে যায় তাহলে আপনার ফোন খুব ভালো চলবে এবং এটি হ্যাংও করবে না।
আরও পড়ুন:
👉 SIM Card New Rule: সিম কার্ডে কড়া নিয়ম ১ অক্টোবর থেকেই, না মানলেই ১০ লাখ টাকা জরিমানা!
👉 WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়ে যায়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে? এভাবে দেখুন
👉 ‘Google’-এর আসল নাম কী জানেন? কী ভাবে হয় Google নাম? জানলে চমকে যাবেন
👉 ৭৫% ছাড়ে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভি ও আরও বহু কিছু! কবে শুরু হবে? জেনে নিন (Amazon Great Indian Festival 2023 Date, Sale, Offers)