Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো
সামনে আসছে দুর্গাপূজা আর এই উপলক্ষে চারিদিকে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উৎসব মানেই সেলের ছড়াছড়ি। বর্তমানে অনলাইনে এখন সব জায়গায় সেল চলছে। মোবাইল ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত কিছুর ওপর দারুন অফার রয়েছে। তবে এর চেয়েও ভালো একটি খবর হল এই পুজোয় আপনি যদি ভাল একটি গাড়ি কেনার কথা ভাবেন তাহলে এটি হলো আপনার গাড়ি কেনার সুবর্ণ সময়।
পূজা উপলক্ষে গাড়ি (Car) কেনার উপর বিশেষ ছাড় রয়েছে। এই গাড়ি আপনি ৪ লক্ষ টাকা দিয়েই কিনতে পারবেন। ৪ লক্ষ টাকার মধ্যে দারুন গাড়ির কালেকশন গুলির মধ্যে রয়েছে Renault Kwid এবং Maruti Suzuki WagonR, Maruti Suzuki Alto K10 এবং S-Presso, Swift এবং Ignis সহ আরও অনেক গাড়ি। নিম্নে কিছু জনপ্রিয় অটোমেটিক গাড়ি ও তার দামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
Maruti Suzuki Alto K10 AMT
Maruti Suzuki Alto K10-এর অটোমেটিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৫.৬১ লক্ষ টাকা থেকে ৫.৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
Tata Tiago AMT
আপনি যদি Tata Motors-এর সবচেয়ে সস্তা গাড়িটি কিনতে চান তাহলে এর মধ্যে Tiago AMT হলো সবচেয়ে উল্লেখযোগ্য। শুধু তাই নয় এই গাড়িটির অনেক জনপ্রিয়তাও রয়েছে। এই গাড়ির Tiago-এর অটোমেটিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য ৬.৯৫ লক্ষ থেকে ৭.৮০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
Maruti Suzuki S-Presso AMT
এই পুজোয় আপনি আরো একটি জনপ্রিয় গাড়ি কিনে ফেলতে পারেন সেটি হল Maruti Suzuki S-Presso। এর অটোমেটিক ভ্যারিয়েন্টগুলির এক্স-শোরুম মূল্য ৫.৭৬ লক্ষ থেকে ৬.০৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
Maruti Suzuki WagonR AMT
Maruti Suzuki হলো দেশের অন্যতম জনপ্রিয় একটি গাড়ি। এর অটোমেটিক ভ্যারিয়েন্টগুলির এক্স-শোরুম দাম ৬.৫৪ লক্ষ থেকে ৭.৪২ লক্ষ টাকা।
Maruti Suzuki Swift AMT
কম দামের মধ্যে অত্যন্ত ভালো ফিচারের মধ্যে আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে Maruti Swift গাড়িটি কিনতে পারেন। এই গাড়িটি হলো ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। Maruti Swift গাড়ির অটোমেটিক ভ্যারিয়েন্টগুলির এক্স-শোরুম দাম ৭.৫০ লক্ষ থেকে ৯.০৩ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
Tata Punch AMT
Tata Punch গাড়িটি সবচেয়ে বেশি বিক্রয় হয়। এই গাড়ির অটোমেটিক ভ্যারিয়েন্টগুলির এক্স-শোরুম দাম ৭.৫০ লক্ষ থেকে ১০.১০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আরও পড়ুন:
👉 Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির
👉 Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার
👉 মাত্র 8 টাকায় রোজ 2GB ডেটার সাথে মিলবে আরও সুবিধা, Jio-র এই প্ল্যানটি জেনে নিন
👉 WhatsApp-এ Channel ফিচার না চাইলে Hide করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি