Honda Elevate Launched: হন্ডার প্রথম SUV এল ভারতে, জেনে নিন এই গাড়ির দাম, ফিচার
(১/৯) অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ভারতে Elevate লঞ্চ করলো হন্ডা (Honda Elevate Launched)। এর পূর্বে গাড়ি প্রকাশ্যে আনা হয়েছিল তবে এর দাম বলা হয়নি। তবে এবার গাড়ির সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। ভারতে হন্ডার (Honda) প্রথম এসইউভির(SUV) মূল্য প্রকাশ করল জাপানিজ অটো কোম্পানী (Japanese Auto)।
(২/৯) Elevate গাড়ির প্রারম্ভিক মূল্য বা বেস মডেলের দাম নির্ধারিত হয়েছে ১০.৯৯ লক্ষ টাকা। এর টপ-এন্ড ZX-এর দাম ১৪.৮৯ লক্ষ টাকা ও টপ-এন্ড অটোমেটিকের দাম ১৫.৯৯ লক্ষ টাকা। এলিভেট গাড়িতে একটি 1.5L i-VTEC DOHC পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 89 kW (121 PS) শক্তি এবং 145 Nm টর্ক দেয়।
(৩/৯) আর স্ট্যান্ডার্ড হিসাবে এই গাড়িতে ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও ৭-স্পিড কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ট্রান্সমিশন (CVT) রয়েছে। কোম্পানি এই কমপ্যাক্ট SUV-র মাইলেজ এর কথা বলেছে ১৫.৩১ থেকে ১৬.৯২ kmpl, গাড়ির এলিভেটটি E20 (20% ইথানল মিশ্রিত পেট্রোল)।
(৪/৯) ভারতে নতুন লঞ্চ হওয়া এই Honda Elevate হল প্রথম Honda কমপ্যাক্ট SUV। এটি গ্রেডের মধ্যে চারটি গ্রেডে আসবে। তবে কোম্পানি এর CVT মডেল তিনটি গ্রেডে এনেছে। হন্ডা এই এলিভেটের ৪৩১২ এমএম দৈর্ঘ্য, ১৭৯০ এমএম প্রস্থ, ১৬৫০ এমএম উচ্চতা, ২৬৫০ এমএম হুইলবেস রেখেছে।
(৫/৯) এই গাড়িটি বিভিন্ন রঙে পাওয়া যাবে, যেমন- গোল্ডেন ব্রাউন মেটালিক, অবসিডিয়ান ব্লু পার্ল, প্ল্যাটিনাম হোয়াইট পার্ল, ফিনিক্স অরেঞ্জ পার্ল, রেডিয়েন্ট রেড মেটালিক, লুনার সিলভার মেটালিক এবং মেটিওরয়েড গ্রে মেটালিক ইত্যাদি।
(৬/৯) Honda Elevate গাড়ির বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এতে রয়েছে একটি ১৭.৭৮ সেমি (7-ইঞ্চি) হাই-ডেফিনিশন ফুল-কালার টিএফটি মিটার ক্লাস্টার, একটি নতুন ভাসমান টাইপ ২৬.০৩ সেমি (১০.২৫ ইঞ্চি) এবং ওয়্যারলেস স্মার্টফোন চার্জার।
(৭/৯) এই গাড়িটিতে নিরাপত্তার জন্য এলিভেটে Honda SENSING-এর Advanced Driver Assistance System (ADAS) প্লাস রেয়ার ভিউ ক্যামেরা, ইলেকট্রনিক স্থিতিশীলতা এবং ট্র্যাকশন কন্ট্রোল সহ যানবাহন স্থিতিশীলতা সহায়তা, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, হিল স্টার্ট অ্যাসিস্ট, মাল্টি-অ্যাঙ্গেল, রেয়ার পার্কিং সেন্সর ছাড়াও ISOFIX সুরক্ষা দেওয়া রয়েছে।
(৮/৯) এই গাড়িটি বিখ্যাত গাড়িগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে যেমন- মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, ক্রেটা, স্কোডা কুশাক, কিয়া সেলটোস, ভক্সওয়াগেন তাইগুন, এবং আরও কিছু গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামছে।
(৯/৯) Tata Motors অবশেষে নতুন Nexon ফেসলিফ্ট প্রকাশ করেছে। এই গাড়িটির স্টাইলিং সম্পূর্ণ নতুন। সঙ্গে এই গাড়িটিকে একটি স্প্লিট হেডল্যাম্প ডিজাইনের সঙ্গে আনা হয়েছে। এতে থাকা গ্রিল-এর ডিজাইনটি SUV-এর মতো দেখতে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
Realme C51: ৯০০০ টাকারও কমে রিয়েলমি ভারতে লঞ্চ করল নতুন ফোন, এইসব ফিচার পাবেন ফোনটিতে
Sim Cards: সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, নতুন কী কী নিয়ম চালু হচ্ছে?
2023 Hero Karizma ZMR: দেখে বিদেশি বাইক মনে হবে, এই মডেল আনল HERO, দেখে নিন ছবি
চলতি মাসে ১৫ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে? দেখে নিন (Smartphones Under 15000 in Bengali)
সবচেয়ে পাতলা ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করল Honor, ফোন ফোল্ড করতে পারবেন 400,000 বার | Honor Magic V2 Specifications