Vespa Scooter: এই স্কুটার উড়িয়ে দিত ট্যাঙ্ককেও! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) Vespa Scooter: স্কুটার হিসাবে খুব জনপ্রিয়তা অর্জন করে ভেসপা (Vespa), চেতকের (chetak) এর মতো মডেল। দেশীয় মার্কেটে তখনও এতটা জনপ্রিয় হয়ে উঠেনি স্কুটি (scooty)। তখন সাধারণ মধ্যবিত্ত মানুষের ‘ ফ্যামিলি কার’ হিসাবে পরিচিত ছিল স্কুটার গুলি। শক্তপোক্ত, ক্লাচ, ফুট ব্রেক সমন্বিত স্কুটারগুলির মাইলেজও ছিল বেশ।  ইন্ডিয়ান এয়ারোস্পেস ডিফেন্স নিউজ থেকে প্রকাশিত ভেসপার ছবিটি দেখলে আশ্চর্য্য হবেন আপনিও।

(২/৬) ভেপসার এরূপ লুক দেখেনি অনেকেই। ভেপসার এরূপ লুক স্কুটারের মতো হলেও তা যেন ছিল অনেকটা যুদ্ধক্ষেত্রের স্কুটারের মতো। এই স্কুটারের সিটের পরিবর্তে বসানো আছে মিসাইল, পাশে আছে বড় বড় রিকোয়েলেস রাইফেল। যদিও স্কুটারের এই রুপটিকে  সাধারণ স্কুটার না বলে সম্বোধন করা হত ‘অ্যান্টি ট্যাঙ্ক স্কুটার’ নামে।

(৩/৬) ইন্ডিয়ান এয়ারোস্পেস ডিফেন্স নিউজ এরূপ স্কুটারের একটি ছবি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে। তবে সেখানে উল্লেখিত হয়েছে যে, ১৪৬ সিসি একটি সিলিন্ডার যুক্ত এই ২ স্ট্রোক স্কুটারটি পরিণত হয় ফরাসিদের প্যারাট্রুপারদের ট্যাঙ্ক-ব্লাস্টিং অস্ত্র হিসাবে। এটি ছিল অ্যান্টি ট্যাঙ্ক ভেসপার প্রাথমিক রূপ, যেটি প্রচলিত হয় ১৯৫৬ সালে। পরবর্তীতে ১৯৫৯ সালে এই রূপটি আপডেট বা কিছু পরিবর্তন করা হয়।

 কি কি বিশেষত্ব ছিল এই স্কুটারের ?

(৪/৬) একটি সাধারণ স্কুটারকে অসাধারণ করে তোলার উদেশ্যে এই প্রচেষ্টা করা হয়। প্রাথমিক অবস্থায় এই স্কুটারে একটি ৭৫ মিমি বা ৩ ইঞ্চির রিকোয়েললেস রাইফেল যুক্ত করা হয়। পরবর্তীতে এই স্কুটারে M20 ৭৫ মিমি রিকোয়েললেস রাইফেল যুক্ত হয়। এই বন্দুক থেকে বেরোনো বুলেট ৪ ইঞ্চির পুরু ইস্পাতের মজবুত দেওয়ালকেও ভেদ করতে পারত। এতে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি-ট্যাঙ্ক ওয়ারহেড ইনস্টল করা হয় যার জন্য এই  খুব সহজেই যুদ্ধের ট্যাঙ্ক উড়িয়ে দিতে সক্ষম ছিল।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) প্রথম পর্যায়ে এই স্কুটারের ওজন ছিল ১১৫ কেজি। এই স্কুটারের গতিবেগ ছিল ৬৬ কিলোমিটার প্রতি ঘণ্টায়। স্কুটারটিতে ছিল দুটি জ্বালানির ট্যাঙ্ক। এই ভেসপা স্কুটারের দুটি ফুয়েল ট্যাঙ্কে ফুল করে পেট্রোল ভরে একবারে অতিক্রম করা যেত ২০০ কিলোমিটার অবধি পথ। প্যারাসুটের মাধ্যমে এই স্কুটারে নামানো যেতে যুদ্ধক্ষেত্রে। তারপর সেনারা এই অ্যান্টি ট্যাঙ্ক ভেসপা স্কুটারে চেপে গোপনে হামলা করতে পারতেন শত্রুদের উপর।

This Vespa Scooter would blow up the tank! Missile-equipped Vesper makes a surprise appearance

(৬/৬) তবে  একসময় এই স্কুটারটি বহুল প্রচলিত থাকলেও বর্তমানে এর প্রচলন নেই। এই সময়ে এই স্কুটারটি স্থান পেয়েছে জাদুঘরে।

আরও পড়ুন:

👉 Samsung S20 FE 5G ফোন ৩০,০০০ টাকা এক ঝটকায় সস্তা, এই ভাবে সুযোগ নিন

👉 Apple iPhone 16 Pro-র ক্যামেরার চমক দেখবে বিশ্ব, এই ফোনে প্রথমবার পাওয়া যাবে টেট্রাপ্রিজম ক্যামেরা

👉 সুপারফাস্ট প্রসেসর, কাঁচের মতো ক্যামেরা সহ Samsung-এর এই মোবাইল মিলবে আকর্ষণীয় দামে

👉 GPay করার আগে এই অ্যাপ খুললেই বিপদ! গ্রাহকদের সতর্ক করল Google

👉 POCO India Sale: লোভনীয় অফার! ৬,০০০ টাকা ছাড় এই সব POCO স্মার্টফোনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *