টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স
(১/৫) যদি আপনি এই মুহূর্তে একটি নতুন স্মার্ট ফোন (Smart Phone) কেনার কথা ভাবেন, তবে আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। যদি iphone পছন্দ হওয়া সত্বেও সাধ্যের মধ্যে নেই ভেবে যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে এখণ আপনার সেই দুঃখের দিন শেষ।
(২/৫) বর্তমানে বাজারে এলো নতুন এমন একটি স্মার্ট ফোন যার ফিচারস এবং স্পেসিফিকেশন iPhone 15 pro- এর তুলনায় কোনো অংশে কম নয়। আজকের এই প্রতিবেদনে জেনে নিন এই বিশেষ মোবাইলটির ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এই ফোনটি আপনি পাবেন অনেক সস্তায়।
(৩/৫) ডায়নমিক আইল্যান্ড ফিচারস সরবরাহকারী একমাত্র সংস্থা iPhone নয়। বর্তমানে ইনফিনিক্স (Infinix) সংস্থাটিও এই ফিচারস তাদের মোবাইলের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি এই দুর্দান্ত যুক্ত মোবাইলটি পেতে পারেন ১০ হাজার টাকার কমে দানে। ইনফিনিক্স (Infinix) এই কোম্পানিটি সস্তায় স্মার্টফোন সরবরাহ করে থাকে। Infinix 8 HD মোবাইল খুব তাড়াতাড়ি বাজারের লঞ্চ করতে চলেছে।
(৪/৫) স্মার্ট ৭ সিরিজের সাফল্যের পর এবার এই সৃষ্টি লঞ্চ করতে চলেছেন ইনফিনিক্স (Infinix)সংস্থা। তবে মোবাইলটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও বাজারে প্রকাশ্যে আনা হয়নি। তবে এই সিরিজে একটি নতুন ফিচারস অন্তর্ভুক্ত করা হবে। ইনফিনিক্স (Infinix) সংস্থাটি এবার প্রথম স্মার্ট সিরিজে এই ফিচারস চালু করবে।
(৫/৫) খবর অনুযায়ী, এই ফোনটিতে ফেস আনলক, ব্যাকগ্রাউন্ড কল পরিচালনা, ডিসপ্লে চার্জিং অ্যানিমেশন সহ বেশ অনেকগুলি ফিচারস থাকবে। ৮ ডিসেম্বর মোবাইলটি লঞ্চ করা হবে বাজারে। বাজার বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই ফোনটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনেক বেশি উন্নত করবে। তার সাথেই ফোনটির পাওয়া যাবে অনেক সস্তায়।
আরও পড়ুন:
👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?
👉 এবার Royal Enfield থাকবে প্রতিটি বাড়িতে! বিরাট অফার বাইকপ্রেমীদের জন্য
👉 iQOO 12 লেটেস্ট Android 14 এর সাথে লঞ্চ হতে চলেছে, জানুন কবে আসছে ভারতে
👉 Samsung S20 FE 5G ফোন ৩০,০০০ টাকা এক ঝটকায় সস্তা, এই ভাবে সুযোগ নিন
👉 Vespa Scooter: এই স্কুটার উড়িয়ে দিত ট্যাঙ্ককেও! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!