Android ফোন আছে? আপনার ফোন অন্য কারও হয়ে যাবে এটি না করলে!
(১/৫) Android Phone: ব্যাঙ্কের ATM-এর পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নম্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সেভ করছেন ফোনে এবং পাশাপাশি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, গাড়ির লাইসেন্স সমস্ত কিছুই সংরক্ষিত রাখছেন ডিজিটাল লকারে। সেক্ষেত্রে আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় তবে পড়তে পারেন সমস্যায়। সে জন্যই মাঝে মাঝে পরিবর্তন করুন ফোনের পাসওয়ার্ড।
তবে আপনার অজান্তেই যদি হ্যাকাররা আপনার ফোন হ্যাক করে তবে কি করবেন?
(২/৫) আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি (Android Smart Phone) সুরক্ষিত রাখতে টেক জায়েন্ট গুগল ‘ক্রিটিকাল সিকিউরিটি আপডেট’ করুন এবং আপনার স্মার্টফোনে সিকিউরিটি কোড (Security Code) ইনস্টল করুন। সিকিউরিটি আপডেট করা না থাকলে আপনার ফোনটি যেকোনো সময় খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে হ্যাকার দ্বারা। আপনার ফোন থেকে সমস্ত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
Google-এ কেন Security Code কোড দেওয়া জরুরি?
(৩/৫) মানুষ যত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে, তত বেশি পরিমাণে বাড়ছে সাইবার ক্রাইমের। ব্যক্তিগত তথ্য, অর্থ প্রতারণা পূর্বক চুরি ইত্যাদি অপরাধের জন্য প্রতারকগণ হ্যাক করেছে মোবাইল ফোন (Mobile Phone), ল্যাপটপ (Laptop), কম্পিউটার (Computer) এবং অন্যান্য ব্যক্তিগত ডিজিটাল যন্ত্রগুলি। সে জন্যই আপনার ব্যক্তিগত তথ্যের গোপীয়তা রক্ষার জন্যই সিকিউরিটি কোড (Security Code) ডাউনলোড করা আবশ্যক। গুগল সংস্থার তরফ থেকে বরাংবার অনুরোধ জানানো হয়েছে গুগল সিকিউরিটি কোড আপডেট করার জন্য।
অন্যান্য সিকিয়োরিটি আপডেটের থেকে নতুন এই আপডেট আলাদা কেন?
(৪/৫) গুগলের তরফ থেকে আপনার স্মার্টফোনের (Smart Phone) ভিন্ন ভিন্ন অ্যাপের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে এবং একাধিক নতুন ফিচারস যুক্ত করার জন্য মাঝে মাঝেই ফোনের অপারেটিং সিস্টেমের (Operating System) আপডেটের নোটিফিকেশন পাঠায়। আপডেট করার পর আপনার ফোনের অনেকটাই স্টোরেজ কমে যায়। সে জন্যই একাধিক মানুষ এই আপডেটের নোটিফিকেশন এড়িয়ে যান। কিন্তু আপডেট যদিও অন্য আপডেট গুলোর মতো একেবারেই সাধারণ আপডেট নয়।
(৫/৫) অ্যান্ড্রয়েড স্মার্টফোনের (Android Smart Phone) জন্য বর্তমানে রয়েছে একাধিক শক্তিশালী ভাইরাস, যেগুলির সাথে লড়াই করার ক্ষমতা রাখে এই সিকিউরিটি কোড (Security Code)। সংস্থার তরফ থেকে দাবি জানানো হয়েছে যে সাইবার ক্রাইমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সুরক্ষা প্রদানে সক্ষম এই সিকিউরিটি কোড। সুরক্ষা নিশ্চিত করা ছাড়াও স্মার্টফোনের কর্মদক্ষতার সার্বিক গতি বাড়িয়ে দিতে সক্ষম এই সিকিউরিটি আপডেট।
আরও পড়ুন:
👉 সিম কার্ড কেনায় নতুন নিয়ম আনল সরকার! কী কী নিয়ম মানতে হবে?
👉 ভারতে এবার Starlink দেবে Jio-র থেকেও সস্তা ইন্টারনেট! Elon Mask-এর প্ল্যানে ঘুম উড়ল আম্বানির
👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?
👉 450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন
👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স