ভারতে এবার Starlink দেবে Jio-র থেকেও সস্তা ইন্টারনেট! Elon Mask-এর প্ল্যানে ঘুম উড়ল আম্বানির
(১/৬) Starlink: রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (VI), বিএসএনএল (BSNL), এয়ারটেল (Airtel) এদেশের নামিদামি টেলিকম সংস্থা গুলি একাধিক চমকপ্রদ প্ল্যান শুরু করেই চলেছে। তবে সকল টেলিকম সংস্থা গুলিকে পিছনে ফেলে দেশের প্রথম স্থান অধিকার করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Jio)। তবে গুঞ্জন উঠেছে রিলায়েন্স জিও–কে টেক্কা দিতে ভারতীয় বাজারে আসতে চলেছে টেসলার ইলন মাস্ক (Elon Mask)।
(২/৬) সূত্রে খবর অনুযায়ী শীঘ্রই দেশীয় বাজারে আসতে চলেছেন ইলন মাস্ক। তবে এজন্য ভারত সরকার প্রস্তুতি নিচ্ছে। অনুমান করা হচ্ছে যে, ২০২৪ সালের জানুয়ারি মাসে ইলন মাস্কের স্টারলিংক (Starlink) কোম্পানি প্রবেশ করতে পারে দেশীয় বাজারে। এব্যাপারে অনেকেই মনে করেন যে, ইলন মাস্কের স্টারলিংক কোম্পানি নিয়ে ভারতীর বাজারে আসলে অনেক বড়সর ক্ষতির মুখে পড়তে পারেন রিলায়েন্স জিও কোম্পানি।
(৩/৬) দেশীয় বাজারে রিলায়েন্স জিও (Reliance Jio)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে পারে স্টারলিংক (Starlink) কোম্পানি। এটিই নয়, মাস্কের (Elon Mask) কোম্পানি দেশীয় বাজারে এলে একাধিক বদল আসতে পারে টেলিকম সংস্থাগুলির মধ্যে। আসুন সেটিই জেনে নিন বিস্তারিত ভাবে। আমরা কম বেশি সকলেই জানি যে, ২০১৬ সাল থেকে ভারতীয় টেলিকম বিভাগে এক বৈপ্লবিক পরিবর্তন আসে।
(৪/৬) যদিও তারপর থেকে বিনামূল্যে পরিষেবা নিয়ে আসে রিলায়েন্স জিও (Reliance Jio)। ভোডাফোন (Vodafone), এয়ারটেল (Airtel), আইডিয়া (Idea) সমস্ত কোম্পানি গুলিকে পিছনে ফেলে ভারতীয় বাজারের প্রায় ৫৫% শেয়ার একাই দখল করে রয়েছে রিলায়েন্স জিও। অস্তিত্ব রক্ষার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। নিজের স্থান টিকিয়ে রাখতে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে ভোডাফোন-আইডিয়া (VI)। এবার যদি মাস্ক তার স্টারলিংক (Starlink) কোম্পানি নিয়ে ভারতে আসেন তাহলে হয়তো তিনি জিও (Jio)-এর মত একই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
(৫/৬) আন্তর্জাতিক বাজারে শীর্ষ ধনী ব্যাবসায়ীদের তালিকায় আছেন ইলন মাস্ক (Elon Mask)। তার নিজের তৈরি স্টারলিংক কোম্পানির অর্থের দিক দিয়ে বেশ সবল। সেই জন্য ইলন মাস্ক চাইলেই নিতে পারেন এই পদক্ষেপ। ইলন মাস্ক যদি এই পদক্ষেপটি গ্রহণ করেন তাহলে উপকৃত হবেন অসংখ্য ভারতীয় গ্রাহক। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য তো এটি একটি সুবর্ণ সুযোগ।
(৬/৬) এর ফলে নিত্যদিন আসতে পারে নয়া নয়া পরিকল্পনা। সেটি সাধারণ মানুষের জন্য হবে সহায়োগ। তবে এ কথাও শোনা যাচ্ছে যে, এই সময়ের প্রচলিত প্ল্যানের তুলনায় অনেক সস্তায় নতুন প্ল্যান এনে অবাক করে দিতে পারে দেশীয় মানুষদের। যদিও এজন্য স্টারলিংক (Starlink) কোম্পানিকে হয়তো বিনামূল্যে ১ বছরের জন্য পরিষেবা দিতে হতে পারে। তবেই যদি কোম্পানিটি কিছু শেয়ার নিজেদের দিকে আনতে সফল হন।
আরও পড়ুন:
👉 Amazon থেকে শপিংয়ের জের! ১০ টাকা কাটা গিয়েছিল, শেষে লাখ টাকা খোয়ালেন মহিলা
👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?
👉 450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন
👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স
👉 এবার Royal Enfield থাকবে প্রতিটি বাড়িতে! বিরাট অফার বাইকপ্রেমীদের জন্য