Amazon থেকে শপিংয়ের জের! ১০ টাকা কাটা গিয়েছিল, শেষে লাখ টাকা খোয়ালেন মহিলা
Amazon Scam: বর্তমানে সাইবার ক্রাইম বিষয়টি ভারতের দৈনিক সাধারণ ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রত্যহ এমন প্রতারনার স্বীকার হচ্ছে অনেক সাধারণ মানুষ। সাবধানতা অবলম্বন করেও তেমন কোনো ফল পাচ্ছেন না কেউই। এবার মুম্বাইয়ের এক ভদ্রমহিলা ইদানিং Amazon India অনলাইন প্ল্যাটফর্ম থেকে শপিং করতে গিয়ে প্রতারনার স্বীকার হয়েছেন। খবর অনুযায়ী, তিনি প্রতারিত হয়েছেন প্রায় ১.২০ টাকার। তবে প্রতারকগণ প্রথম দিনে ওই মহিলার অ্যাকাউন্ট থেকে ডেবিট করেছিল মাত্র ১০ টাকা। কি ঘটেছিল ঘটনাটি জানুন বিস্তারিত।
Amazon থেকে চেয়ার কিনতে গিয়ে প্রতারনার শিকার হয়েছে এক মহিলা:
খবর অনুযায়ী, ভিক্টিম, মুম্বাইয়ের পশ্চিম মালাড অঞ্চলের নিবাসী ৪০ বছর এক বয়স্ক এক মহিলা হালফিল ই-কমার্স অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে একটি ১৫,০০০ টাকার একটি চেয়ার অর্ডার করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডারটি না পাওয়ায়, তিনি চিন্তিত হয়ে পড়েন এবং ট্র্যাকিং ডিটেইলস গিয়ে অর্ডারটির বর্তমান অবস্থা জানার চেষ্টা করেন। কিন্তু বিপত্তি ঘটে এই ট্র্যাকিং ডিটেইলস কাজে লাগিয়ে কোম্পানির সাথে সংযোগ স্থাপন করলে।
৪০ বছর বয়সী ওই মধ্যবয়স্ক মহিলা ফোন করে একজন ব্যক্তির সাথে কথা বলেন যিনি নিজেকে ডেলিভারি কোম্পানির কর্মী হিসাবে দাবি করে। বাস্তবে তিনি ছিলেন একজন জালিয়াত। তিনি ওই মধ্যবয়সী মহিলাকে বলেন যে, মহিলার অর্ডারে ভুল ঠিকানা থাকার কারণে তিনি সঠিক স্থানে ডেলিভারি দিতে পারেন নি। প্রতারক একটি লিংক দিয়ে সঠিক ঠিকানা টি আপলোড করতে বলেন। প্রতারক সেখান থেকেই অ্যাক্সেস করেন ওই মহিলার UPI পিন।
প্রথম দিন মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেভিট হয় ১০ টাকা:
পার্সেল টি পাওয়ার পর ওই মহিলা জলিয়াতের কথা অনুযায়ী নিজের ডিটেইলস জমা করেন। তার সঙ্গে সঙ্গে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ টাকা কাটা হয়। প্রতারকরা মহিলাকে ফোন করার পর পার্সেলটি সনাক্ত করতে পারবেন বলে আশ্বস্ত করেন। তার ঘণ্টা ২ পরে পার্সেলটি পেয়ে যান ওই মহিলা। তার পরিবর্তে তাকে গুনতে হয় বড় অঙ্কের টাকা। তারপর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় ৫০০০ টাকা।
সেখানেই থেকে থাকে নি প্রতারকরা। তিন দিন পর ওই মহিলার ফোন ব্যাংকের তরফ থেকে একটি মেসেজ আসে। যেখানে লেখা থাকে ৯০০০০ টাকা কেটে যাওয়ার কথা। এই তথ্য পাওয়ার পরই তিনি দ্রুত নিজের ব্যাংক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেন। সেটা করেও মহিলা আটকাতে পারেন নি প্রতারকদের টাকা কেটে নেওয়া। ততদিনে ওই মহিলার অ্যাকাউন্ট থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হয় মোট ১,১৯,৯৯৮ টাকা। পুরো ঘটনার ভিত্তি মহিলা পুলিশে অভিযোগ জানান এবং ইতিমধ্যেই পুলিশ শুরু করছে এই ঘটনার তদন্ত।
আরও পড়ুন:
👉 Android ফোন আছে? আপনার ফোন অন্য কারও হয়ে যাবে এটি না করলে!
👉 ভারতে এবার Starlink দেবে Jio-র থেকেও সস্তা ইন্টারনেট! Elon Mask-এর প্ল্যানে ঘুম উড়ল আম্বানির
👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?
👉 450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন
👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স