Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে
এয়ারটেল (Airtel) ব্যবহারকারীদের জন্য সুখবর। এয়ারটেল টেলিকম সংস্থা তাদের ২৯৯ টাকার অফারটি আপডেট করেছে। এখন কোন গ্রাহক যদি ২৯৯ টাকার অফারটি রিচার্জ করে তাহলে সে অতিরিক্ত ডাটার পরিষেবা পাবে।
আগে এই প্ল্যানে ১.৫ জিবি ডেটা পাওয়া যেত, কিন্তু কোম্পানির নতুন নিয়ম অনুযায়ী এখন এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। নিম্নে এই প্ল্যানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
এয়ারটেলের ২৯৯ টাকার আপডেট অফার
এয়ারটেলের ২৯৯ টাকার অফারটি গ্রহণ করলে আপনি পাবেন ২৮ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০ টি এসএমএস।
এছাড়াও আপনার দৈনিক ডাটা লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে 64Kbps পর্যন্ত স্পীডে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। ২৮ দিনে এই অফার থেকে আপনি মোট ৫৬ জিবি ডেটা পাবেন।
তবে আপনার ফোনে যদি আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুযোগ থাকে তাহলে আপনার এলাকায় ৫জি ডাটা পরিষেবা থাকলে আপনি এই সুযোগটি পাবেন তবে সেক্ষেত্রে ডেটা এই প্ল্যানের ডেটা থেকে কাটা যাবে না।
অফারের সঙ্গে এক্সট্রা বেনিফিট
- এয়ারটেলের (Airtel) ২৯৯ টাকার অফারের সঙ্গে সঙ্গে আরো অনেক পরিষেবা পাওয়া যাবে। এই প্ল্যানে অ্যাপোলো 24X7 সার্কেল মেম্বারশিপের মাধ্যমে 24/7 মেডিক্যাল হেল্থ এবং ফ্রি মেডিক্যাল টেস্ট সহ আরো অন্যান্য সুবিধা পাবেন।
- উইঙ্ক মিউজিকের মাধ্যমে ফ্রিতে ৫০ লক্ষেরও বেশি গান এবং ভিডিও উপভোগ করতে পারবেন।
- আপনি এই প্ল্যানটি গ্রহণ করলে নিজের পছন্দের গান হ্যালো টিউন্স হিসেবে সেট করতে পারবেন।
আরও পড়ুন:
👉 Telegram-এর এই ভার্সন ভুলেও ডাউনলোড করবেন না, চুরি কোটি কোটি লোকের তথ্য!
👉 Toyota Hilux: ধোঁয়ার না বেরিয়ে বেরোবে জল! দূষণহীন গাড়ি এনে বিশ্বকে অবাক করলো টয়োটা
👉 Hello UPI: এবার মুখে বললেই UPI-তে টাকা ট্রান্সফার হয়ে যাবে! কি ভাবে? জেনে নিন
👉 এবার থেকে UPI লেনদেন করা যাবে অ্যাকাউন্টে টাকা না থাকলেও! বড় পদক্ষেপ RBI-এর
👉 Nokia 6600 5G: নোকিয়ার এক সময়ের এই জনপ্রিয় ফোন এবার চমপ্রদ ফিচার নিয়ে হাজির