Jio Recharge Plan: মাত্র ১২৩ টাকায় এক মাস ফ্রি কল, সাথে ১৪GB ডেটা
(১/৫) বর্তমান বাজারে টেলিকম সংস্থা (Telecom Company) গুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী টেলিকম সংস্থা হল জিও (Jio)। এখন অধিকাংশ মানুষই জিও সিম (Jio Sim) ব্যবহার করে থাকে। জিও সংস্থা গ্রাহকদের অধিক পরিষেবা প্রদান করার জন্য প্রায়শই নতুন নতুন অফার লঞ্চ করে থাকে।
(২/৫) গ্রাহকদের জন্য স্বল্প মেয়াদী থেকে দীর্ঘমেয়াদি দুই ধরনের অফার লঞ্চ করে থাকে জিও কোম্পানি। এর প্রতিটি অফারই ভীষণ জনপ্রিয়। সম্প্রতি জিও তার গ্রাহকদের জন্য নতুন একটি প্ল্যান লঞ্চ করেছে যেটা গ্রহণ করলে মাত্র ১২৩ টাকায় দারুন রিচার্জ প্ল্যান পাবেন।
(৩/৫) আপনি যদি স্বল্পমেয়াদি অফার খোঁজেন তাহলে এই প্ল্যানটি (Jio Recharge Plan) আপনার জন্য সবচেয়ে ভালো হবে। অথবা আপনার যদি দৈনিক বেশি ডেটার প্রয়োজন না হয় তবে এই প্ল্যানটি আপনি নিতে পারেন।
(৪/৫) ১২৩ টাকা রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে আপনি পাবেন ২৮ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস ও প্রতিদিন ৫০০ এমবি ডেটা। ২৮ দিনের মোট আপনাকে ১৪ জিবি ডেটা দেওয়া হবে।
(৫/৫) এছাড়াও আপনি যদি জিও-র (Jio) দীর্ঘমেয়াদি প্ল্যান খোঁজেন তাহলে ১২৩৪ টাকার একটি প্ল্যান রয়েছে। আপনি এই রিচার্জ প্যাকটি গ্রহণ করলে পাবেন ৩৬৫ দিনের বৈধতার সঙ্গে সঙ্গে মোট ১২৮ জিবি ডেটা। আপনার যদি দৈনিক কম ডেটার প্রয়োজন হয় তাহলে আপনি এই অফারটি গ্রহণ করতে পারেন। এই অফারটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
আরও পড়ুন:
👉 সারা বছর প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন একবার রিচার্জ করলেই! BSNL-এর এই প্ল্যান জেনে নিন
👉 Mobile Tips: মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করুন এই উপায়ে, ডিলিট হবে না ফোনের কোনও তথ্য
👉 দিন ফুরতে না ফুরতেই শেষ হয়ে যাচ্ছে দৈনিক ডেটা? ফোনের এই সেটিং এখনই বদলে ফেলুন
👉 Airtel গ্রাহকদের জন্য সুখবর! প্রতিদিন 2GB 5G ডেটা পাওয়া যাবে এই সস্তা প্ল্যানে
👉 Telegram-এর এই ভার্সন ভুলেও ডাউনলোড করবেন না, চুরি কোটি কোটি লোকের তথ্য!