অ্যান্ড্রয়েড 14 ভার্সনের সাথে Motorola নিয়ে এল সস্তার স্মার্টফোন! দাম কত? (Moto G04 5g Price in India, Specs, Review)
Moto G04 5g: Motorola তাদের বাজেট স্মার্টফোন Moto G04 লঞ্চ করেছে। এটি একটি এন্ট্রি লেভেলের 5G স্মার্টফোন। Moto G04-এ 90Hz IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটি সর্বশেষ Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোনটি 8 হাজার টাকারও কমে বাজারে এসেছে। তবে এতে দুর্দান্ত ফিচার রয়েছে। Moto G04 স্মার্টফোন চারটি রঙে পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে কালো, সবুজ, নীল এবং সানরাইজ অরেঞ্জ। ফোনটি ম্যাট টেক্সচার সহ আসে। ফোনটিতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তার মধ্যে একটি হল 4GB RAM এবং 64GB স্টোরেজ। আর একটি হল 8GB RAM এবং 128GB স্টোরেজ।
দাম কত? (Moto G04 5g Price in India)
ফোনটি Flipkart এবং Motorola.com থেকে বিক্রি করা হবে। এছাড়া আপনি ভারতের যে কোনও অফলাইন স্টোরে পেয়ে যাবেন। এবার জেনে নেওয়া যাক ফোনটি কত দামে বাজারে এসেছে? ফোনের 4GB RAM + 64GB স্টোরেজের দাম 6,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজের দাম 7,999 টাকা। অর্থাৎ আপনি 7,999 টাকা 8GB RAM পেয়ে যাবেন। ফলে ফোন হ্যাং করার ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন। এতে কোম্পানির তরফ থেকে 750 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন: (Moto G04 5g Specs)
Moto G04 স্মার্টফোনটিতে একটি 6.6 ইঞ্চি আইপিএস পাঞ্চহোল এলসিডি ডিসপ্লে রয়েছে। ফোনটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির সর্বোচ্চ ব্রাইটনেস 537 নিট। এতে Dolby Atmos সাপোর্ট করে। Moto g04 একটি ডলবি অ্যাটমস টিউনার স্পিকার রয়েছে। প্রসেসরের কথা বললে, ফোনটিতে রয়েছে Unisoc T606 চিপসেট।
এর 8GB RAM ভ্যারিয়েন্টটি আপনি 16GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটিতে রয়েছে 128GB স্টোরেজ সাপোর্ট। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্পেস 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
আরও পড়ুন: ২৯ ফেব্রুয়ারি দুর্দান্ত ফোন আনছে Oppo, ধামাকাদার ক্যামেরা সহ আর কী কী পাবেন?
ফোনটিতে 16MP AI ক্যামেরা সহ একটি কোয়াড পিক্সেল ক্যামেরা রয়েছে। Moto G04-এ একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও ফেস রিটাচ ফিচার দেওয়া হয়েছে। ফোনে টাইমল্যাপস, নাইট ভিশন, পোর্ট্রেট মোড দেওয়া আছে। একটি 5000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে IP52 ওয়াটার রেটিং দেওয়া হয়েছে। ফোনটির পুরুত্ব 7.99mm, ফোনের ওজন 178 গ্রাম। ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।