Motovolt e-bike: একবার চার্জেই চলবে ১২০ কিমি! বুকিং মাত্র ৯৯৯ টাকায়!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Motovolt e-bike India :  বর্তমানে পেট্রোলের ক্রমশ মূল্য বৃদ্ধির ফলে ইলেকট্রিক ভার্সন গাড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা কালীন পরিস্থিতির পর থেকে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিও এই ক্রমবর্ধমান চাহিদার দিকে তাকিয়ে ইভি নির্মাণের দিকে বেশ আগ্রহ প্রকাশ করছে। ইভি এক পরিবর্তন ঘটিয়েছেন দু’চাকার গাড়ির ক্ষেত্রে।

বর্তমানে ভারতের জনপ্রিয় বাইক নির্মাণ সংস্থা বাজারে নিয়ে এসেছে Motovolt নামক একটি দুর্দান্ত ফিচার্স যুক্ত ই-বাইক Motovolt URBN e-bike। বাইকটি যেমন দামে কম তেমন ফিচার্সেও বেশ ভালো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি কম দামে ভালো ই-বাইক নিতে চান তবে মোটোভোল্টই সেরা।

বর্তমানে ভারতের জনপ্রিয় আউটলেটগুলি থেকে এই বাইকটি আপনি কিনতে পারবেন। আপনি একবার চার্জেই এই ই-বাইকটিতে প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন। এই ই-বাইকটিতে ব্যবহার করা হয়েছে BIS প্রযুক্তির ব্যাটারি২০২০ সালে তুষার চৌধুরী এই মোটোভোল্ট (Motovolt) কোম্পানিটি চালু করেন।

রঙের ভ্যারিয়্যান্ট (Colour Variant)

এই ই-বাইকটিতে আপনি পেয়ে যাবেন ৫টি রঙে। এই ই-বাইকটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এটে দেওয়া হয়েছে স্টাইলিশ লুক। বড় টায়ার এবং উন্নত সাস্পেনশনযুক্ত প্রত্যেকটি ইবাইক মডেল গুলি একটি অন্যটির থেকে পৃথক।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গতি (Speed):

একবার সম্পূর্ণ চার্জের পর এই বাইকটি একটানা ৪ ঘন্টা অবধি চলতে পারে। এই ই-বাইকটির সম্পূর্ণ চার্জ (Charge) হতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা। আপনি সবথেকে বেশি ঘন্টায় ২৫ মাইল গতিবেগে এই ই-বাইকটি চালাতে পারবেন। তবে গাড়ির গতিবেগ সম্পূর্ণ নির্ভর করে রাস্তার পরিস্থিতির ওপর।

স্মার্টফোন কানেক্টিভিটি (Smartphone Connectivity):

আপনি এই ই-বাইকটির সাথে খুব সহজ উপায়েই আপনার স্মার্টফোনটি কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনের ব্লুটুথ এর সঙ্গে এই ই-বাইকটি কানেক্ট করা যাবে।

আরও কী বৈশিষ্ট্য রয়েছে?

১. এই ই-বাইকটির সামনের চাকায় উপলব্ধ আছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের চাকায় আছে ডুয়াল শক সাসপেনশন

২. ই-বাইকটির দুটি চাকাতেই উপলব্ধ আছে ডিস্ক ব্রেক।

৩. এই ই-বাইকটির অন্যতম আকর্ষণীয় বিষয় হলো ২০ ইঞ্চির পরিধিযুক্ত বড় চাকা।

৩. রাস্তা ভালো বা খারাপ যেমনই হোক না কেন এই ই-বাইকটির প্রদর্শনে কোনরকম খামতি নেই।

৪. ই-বাইকটির ওজন ৪০ কেজি ও কম তাই গতিবেগ তোলার ক্ষেত্রেও কোনো কম অসুবিধার সৃষ্টি হবে না।

দাম কত (Price Money)?

Motovolt URBN e-bike-এর বর্তমান বাজার মূল্য ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু। অর্থাৎ মাত্র ৫০ হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এই অত্যাধুনিক ই-বাইক মডেলটি। Motovolt সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুসারে এই ই-বাইকটির বুকিং মূল্য মাত্র ৯৯৯ টাকা

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন