SIM Card: ১ জুলাই নতুন নিয়ম জারি হচ্ছে সিম কার্ড নিয়ে, বিপদে পড়ার আগে এখনই জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

TRAI (Telecom Regulatory Authority Of India)- এর তরফ থেকে জারি করা হয়েছে সিম কার্ড (Sim Card) সম্পর্কিত একাধিক নয়া নিয়ম। ২০২৪ সালের সূচনা থেকেই সিম কার্ডে নিয়ে একটা বড় পরিবর্তন করা হয়েছে। ২০২৪ সালের দু’মাস পার হতেই আবারও TRAI-এর পক্ষ থেকে গৃহীত হল নতুন সিদ্ধান্ত। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে পরিবর্তিত এই নতুন নিয়মটি ২০২৪ সালের ১ জুলাই থেকে দেশব্যাপী কার্যকর করা হবে।

নয়া নিয়ম জারির কারার উদ্দেশ্য কি?

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নতুন নিয়ম কার্যকরী করার পিছনে প্রধান উদ্দেশ্য হল অনলাইন জালিয়াতি বন্ধ করা। কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) থেকে অনলাইন জালিয়াতি রুখতে একাধিক পদক্ষেপ গৃহীত হচ্ছে। এরপরও অনলাইন জালিয়াতির সমূলে বিনাশ করা অসম্ভব হয়ে উঠছে। সেজন্যই আবারো নতুন নিয়ম আনা হয়েছে। তবে এর ফলে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে পারেন।

কী এই নয়া নিয়ম ?

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) মত অনুসারে, অনলাইন জালিয়াতি রোধ করার জন্যই এই পদক্ষেপটি গৃহীত হয়েছে। TRAI-এর তরফ থেকে পরিবর্তিত নতুন নিয়মাবলী অনুসারে, কোনো সিমকার্ড (Sim Card) ‘সোয়‍্যাপ’ করলে সেই সিম কার্ডের নাম্বারটি অন্য কোন টেলিকম সংস্থায় পরিবর্তন করা যাবে না। এর অর্থ হল গ্রাহকরা আর তাদের সিমকার্ড পোর্ট (Port) করতে পারবেন না।

সম্প্রতি সিমকার্ড (Sim Card) অদলবদল সংক্রান্ত প্রতারণা প্রায়শই শোনা যায়। এই রকম প্রতারণার ক্ষেত্রে প্রতারকরা সহজেই প্যান কার্ড (PAN Card )অথবা আধার কার্ডের (Aadhaar Card) ছবি এবং মোবাইল হারানোর মিথ্যা কারণ দেখিয়ে একটি নতুন সিমকার্ড তুলে নেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্যই TRAI-এর তরফ থেকে গৃহীত হয়েছে এই নয়া সিদ্ধান্ত।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন👉: Airtel থেকে Jio থেকে BSNL, সহজেই আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না, TRAI-এর নতুন নিয়ম জারি

২০২৪ সালের শুরুতেই কার্যকরী করা হয়েছিল হয়েছিল নয়া টেলিকম বিল। সেজন্যই মোবাইল সিম কার্ডের (Sim Card) ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে বদল। এই নিয়ম অনুসারে, টেলিকম সংস্থা গুলির তরফ থেকে গ্রাহককে কোনো মেসেজ বা বার্তা প্ররণের পূর্বে গ্রাহকের অনুমতি নেওয়া আবশ্যক। ২০২৪ সালের জানুয়ারি মাসে এটাই বলা হয়েছিল। সেই নিয়মই ফলো করছে টেলিকম সংস্থাগুলি।

আরও পড়ুন👉: IPL 2024-এর মরশুমে Jio নিয়ে এলো ৪৯ টাকার দুর্দান্ত প্ল্যান! Airtel, Vi এই প্ল্যানের সামনে পাত্তা পাবে না

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

হোয়াটসঅ্যাপ গ্রুপ-এ যুক্ত হন 👉যুক্ত হন

আরও পড়ুন👉: এবার আটকানো ছাড়াই ট্রেনে-বাসে লাইভ IPL ম্যাচ দেখুন, Jio আনল দুর্দান্ত অফার