OnePlus 12 নাকি Samsung Galaxy S24? কোন মোবাইল রাজত্ব করবে? রইল তুলনা
OnePlus 12 vs Samsung Galaxy S24: নতুন বছরে নতুন চমক নিয়ে আসতে চলেছে অনেক মোবাইল কোম্পানিগুলি। চলতি বছরই আত্মপ্রকাশ করছে একাধিক স্মার্টফোন। তবে এত কিছুর মধ্যে দুটি স্মার্টফোনে বেশ জনপ্রিয় হতে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি OnePlus এবং অন্যটি Samsung G S24। যদিও এর মধ্যেই OnePlus ফোনটি বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করলেও Samsung Galaxy ফোনটি এখনও আত্মপ্রকাশ করেনি।
সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে OnePlus 12। তবে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইডে এই দুটি ফোন নিয়ে বেশ আগ্রহী জনতা মহল। আজকের এই প্রতিবেদনে দেখে নিন কোন ফোনটি কেমন ফিচারস এবং স্পেসিফিকেশন যুক্ত।
ডিসপ্লে ও ডিজাইন (Display and Look)
প্রাপ্ত তথ্য অনুসারে, Samsung Galaxy S24 ফোনে উপলব্ধ আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৯ ইঞ্চির AMOLED 2X ডিসপ্লে যেটি HDR10+ সাপোর্ট যুক্ত।
OnePlus 12 স্মার্টফোনটিতে উপলব্ধ আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। ফোনটিতে মেটাল ফিনিশের উপর পাঞ্চ-হোল ডিজাইন করা হয়েছে।
ক্যামেরা ও ব্যাটারি (Camera and Battery System)
Samsung Galaxy S24 ফোনে থাকার সম্ভাবনা রয়েছে ২০০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। অন্য একটি ৫০ এমপি আলট্রা ওয়াইট এঙ্গেল লেন্স ক্যামেরা সেন্সর এবং ১০ এমপি ফটোশুটার লেন্স ক্যামেরা সেন্সর। এই ফোনের উপলব্ধ থাকতে পারে ১০ গুন অপটিকাল জুম ফিচারস। এই ফোনে ব্যাটারি সাপোর্ট হিসাবে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। ৪৫ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
OnePlus 12 ফোনে উপলব্ধ থাকবে একটি ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। অন্য একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর সঙ্গে একটি ফটো শুটার ক্যামেরা সেন্সর। OnePlus 12 ফোনে রয়েছে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। সঙ্গে ১০০ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। ২৬ মিনিটে ফোনটিতে ফুল চার্জ হয়ে যাবে।
প্রসেসর ও OS সিস্টেম (Processor and OS system)
Samsung Galaxy S24 ফোনে থাকার সম্ভাবনা আছে গ্লোবাল ভেরিয়েন্টে Snapdragon 8 Gen 2 প্রসেসর। ভারতে লঞ্চ হওয়া Samsung Galaxy S24 ফোনে থাকতে পারে Exynos 2300 চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা প্রচলিত।
OnePlus 12 ফোনে থাকবে Snapdragon 8 Gen 2 প্রসেসর। ক্লিন প্রদর্শনের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
দুই স্মার্টফোনের দাম (Price)
প্রাপ্ত তথ্য অনুসারে, Samsung Galaxy S24 ফোনটি ২৩ জানুয়ারি আত্মপ্রকাশ করতে পারে। উক্ত ফোনটির মূল্য হতে পারে ৭৫,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা।
OnePlus 12 ফোনটি ভারতীয় বাজারে ১২ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে পারে। ফোনটির দাম হতে পারে ৫৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা। বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যেই থাকবে ফোনটি।