ভারতে লঞ্চ হল Samsung Galaxy A15 5G ও Galaxy A25, জেনে নিন এর দাম-ফিচার্স
(১/৬) Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 ফোন দুটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। Galaxy ‘A’ সিরিজের ফোন দুটিতেই উপলব্ধ আছে 6.5 ইঞ্চির AMOLED স্ক্রিন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ফোনটির প্রাইমারি সেন্সর ৫০ MP।
(২/৬) Galaxy A25 5G ফোনটিতে উপলব্ধ আছে এগজ়িনোস ১২৮০ প্রসেসর। Galaxy A15 5G ফোনে উপলব্ধ আছে অক্টা-কোর প্রসেসর। এছাড়াও ফোনটিতে উপলব্ধ আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট সিস্টেম। ৮ জিবি র্যাম। ২৫W চার্জিং সাপোর্ট সিস্টেম এবং একটি সাইট মিউটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেনসার
Galaxy A25 5G ও Galaxy A15 5G: কত দাম? (Samsung Galaxy A15 5G and Galaxy A25 price)
(৩/৬) Galaxy A25 5G ও Galaxy A15 5G এই ২টি ফোনের দাম ১৭,৯৯৯ টাকা থেকে শুরু। তবে দুটি ফোনের সাথেই রয়েছে আকর্ষণীয় অফার। তবে এই অফার পেতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে SBI ব্যাঙ্ক কার্ড। উক্ত কাঠ ব্যবহার করে ৩,০০০ টাকা অবধি ছাড় পাবেন গ্রাহকরা। Galaxy A25 5G মডেলটিতে ব্লু, ব্লু ব্ল্যাক ও ইয়েলো শেড উপলব্ধ আছে। Galaxy A15 5G মডেলটিতে ব্লু ব্ল্যাক, ব্লু এবং লাইট ব্লু কালার উপলব্ধ থাকবে।
Galaxy A25 5G ও Galaxy A15 5G: কী ফিচার রয়েছে?
(৪/৬) মডেল ২টিতেই উপলব্ধ আছে 13 ভিত্তিক One UI 5 অপারেটিং সিস্টেম। Galaxy A25 5G ফোনে রয়েছে একটি ১২০ Hz রিফ্রেশ রেট যুক্ত 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর সাথেই রয়েছে ১০০০ নিটস পিক ব্রাইটনেস। Galaxy A15 5G মডেলটিতে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেট যুক্ত 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এরই সাথে রয়েছে ৮০০ নিটস পিক ব্রাইটনেস।
আরও পড়ুন👉: ৩১শে ডিসেম্বরের আগে দ্রুত রিচার্জ করুন, ১০০০ টাকা আপনাকে দেবে Jio!
(৫/৬) Galaxy এই মডেল ২ টিতেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Galaxy A25 5G ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে উপলব্ধ আছে ৫০ MP ক্যামেরা সেটআপ। যেটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশনে উপযোগী। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে এই মডেলটিতে উপলব্ধ আছে ৮MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। একটি ২MP ক্যামেরা রয়েছে এবং সামনে সেলফির জন্য রয়েছে একটি ১৩ MP ফ্রন্ট ক্যামেরা।
(৬/৬) Galaxy A15 5G প্রাইমারি সেন্সর হিসাবে উপলব্ধ আছে ৫০ MP ক্যামেরা সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা সেন্সর হিসাবে রয়েছে ৫ MP ক্যামেরা সেন্সর এবং অন্যটি ২MP ক্যামেরা সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে সামনে রয়েছে ১৩ MP ফ্রন্ট ক্যামেরা।