Samsung Galaxy-র 4G ও 5G মডেল একই সঙ্গে লঞ্চ হতে পারে, কোন ফোন আসতে চলেছে? রইল সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন
(১/৫) Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G) ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে খুব শিঘ্রই। তবে শোনা যাচ্ছে একই সাথে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) এই মডেলটিও আসতে পারে ভারতীয় বাজারে। তবে সংস্থার তরফ থেকে এখনো অবধি স্যামসাং গ্যালাক্সি ‘এ’ (Samsung Galaxy ) সিরিজের এই স্মার্টফোন দুটি কখন এবং কোন দিন ভারতীয় বাজারে আসতে চলেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
(২/৫) তবে সংস্থার তরফ থেকে ফোন দুটির সম্ভাব্য ফিচারস ( Features) এবং স্পেসিফিকেশন ( Specification) সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আনা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি (Samsung Galaxy A14 4G) ফোনটি এবছরের মার্চ মাসে আত্মপ্রকাশ করা করেছিল ভারতীয় বাজারে। উক্ত ফোনটিতে উপলব্ধ ছিল অক্টা কোর চিপসেট, ৫,০০০ AMH ব্যাটারি সাপোর্ট এবং ওয়াটের একটি চার্জিং ( Charging ) সাপোর্ট সিস্টেম। এই ফোনেরই অনুরূপ মডেল হিসাবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G ) এবং ৫জি ফোন দুটি ভারতীয় বাজারে আসতে চলেছে।
জেনে নিন গ্যালাক্সি এ১৫ ৪জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য
(৩/৫) স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G) ফোনের সামনের এবং পিছনের প্যানেলের সম্ভাব্য ডিজাইন অনলাইনে প্রকাশিত হয়েছে। কালো, সাদা এবং হলুদ এই তিনটি রঙে ফোনটি প্রকাশ্যে করতে পারে। ফোনটির পিছনের প্যানেলে তিনটি গোলাকার ক্যামেরা (Triple Rare Camera ) সেটআপ থাকতে পারে। এই রেয়ার প্যানেলের বাঁদিকে উপরে থাকবে ক্যামেরা সেটআপটি এবং তারপর থাকবে একটি এলইডি ফ্ল্যাশ লাইট ( LED Flashlight)। ফোনটির ডানদিকে ভলিউম (Volume) এবং পাওয়ার (Power Button) বাটন থাকতে পারে।
(৪/৫) স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G) ফোনটিতে থাকার সম্ভাবনা আছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। গুঞ্জন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি (Samsung Galaxy A15 4G) মডেলটিতে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। স্যামসাং গ্যালাক্সি ৪জি (Samsung Galaxy 4G) মডেলটি ভারতীয় বাজারে আসতে পারে ৪ জিবি র্যাম (RAM) ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরিজ (ROM) সহ।
(৫/৫) স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৪জি ও ৫জি (Samsung Galaxy A15 4G and 5G) মডেলটিতে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে। ৪জি মডেলটির ( rare camera )ইউনিট গুলিতে একটি ৫০ এমপি প্রাইমারি সেন্সর, দ্বিতীয়টি ৫ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স সেন্সর যুক্ত( Ultra Wild Angle Lens) এবং অন্যটি ২ এমপি ডেপথ ক্যামেরা সেন্সর থাকতে পারে বলে জানা গেছে। স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) ফোনে ৫০০০ এএমএইচ (AMH) সাপোর্ট এবং ২৫ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সিস্টেম থাকার কথা জানা গেছে।