কম দামে লঞ্চ হতে চলেছে Vivo Y18 স্মার্টফোন, এর স্পেসিফিকেশন সহ বিস্তারিত জেনে নিন
Vivo Y18: খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo Y18 স্মার্টফোন। তবে উক্ত সংস্থার পক্ষ থেকে এখনো অবধি অফিসিয়াল ভাবে কোন তথ্য জানানো হয়নি। যদিও গুগল প্লে কনসোলে লিস্টিং-এ ফোনটি লিস্টেড করা হয়েছে। সেই লিস্টিং-এ প্রকাশ পেয়েছে ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচারস সম্পর্কে নানান তথ্য। আজকের এই প্রতিবেদনে জানুন উক্ত ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচারস ডিটেলস সম্পর্কে।
Vivo Y18 ফোনের লিস্টিং ডিটেইলস:
১. Vivo Y18 ফোনটির V2333 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোলে প্রকাশিত হয়েছে।
২. গুগল প্লে কনসোলে প্রকাশিত তথ্য অনুসারে, উক্ত ফোনে উপলব্ধ থাকছে MediaTek Helio G85 চিপসেট।
৩. উক্ত ফোনের ৬জিবি র্যাম সহ একাধিক মডেল বাজারে মুক্তি পেতে চলেছে।
৪. উক্ত ডিভাইসটি Android ১৪ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম।
৫. উক্ত ফোনটি Bluetooth ৫.০ সাপোর্টেড।
৬. Vivo Y18 ফোনটি ইন্দোনেশিয়ার বাজারে আত্মপ্রকাশ করা Vivo Y03 ফোনের রিব্র্যান্ডেড বলেই অনুমান করা হচ্ছে।
৭. ভারতীয় বাজারে Vivo Y18 ফোনটি Vivo Y03 ফোনের মত একই ফিচারস এবং স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হতে চলেছে।
Vivo Y03 ফোনের স্পেসিফিকেশন (Vivo Y18 Specifications):
ডিসপ্লে (Display):
Vivo Y03 ফোনে উপলব্ধ থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫৬ ইঞ্চির IPS LCD HD ডিসপ্লে। যেটি ১৬১২×৭২০ রেজোলিউশন যুক্ত এবং ২৬৯PPI পিক্সেল ডেন্সিটি সাপোর্টেড।
আরও পড়ুন👉: Airtel থেকে Jio থেকে BSNL, সহজেই আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না, TRAI-এর নতুন নিয়ম জারি
প্রসেসর (Processor):
উক্ত ফোনে সংস্থার তরফ থেকে Helio G85 চিপসেট প্রসেসর ব্যবহৃত হয়েছে। যেটি গেমিং এবং অন্যান্য অপারেটরে ভালো প্রদর্শন করবে।
স্টোরেজ (Storage):
উক্ত ফোনটিতে রয়েছে স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট। একটি ভ্যারিয়েন্ট রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর অন্যটিতে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। উক্ত ফোনটিতে গ্রাহকরা ৮ জিবি র্যাম বর্ধিত করতে পারবে। উক্ত ফোনটিতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ফোনের ইন্টারনাল স্টোরেজ টিবি করতে পারবেন।
ক্যামেরা (Camera):
Vivo Y03 ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর যেটি LED ফ্ল্যাশলাইট যুক্ত এবং অন্যটি OVGA লেন্স যুক্ত সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য রয়েছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
উক্ত ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং-এর সুবিধা।
অন্যান্য (Others Features):
Vivo Y03 ফোনটিতে রয়েছে Bluetooth 5.0, Wi-Fi, ডুয়াল সিম 4G, GPS, OTG -এর সুবিধা। জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদানের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে IP54 রেটিং।
ওএস (OS):
উক্ত ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এ কাজ করতে সক্ষম। ডিভাইসটি Funtouch OS 14 সাপোর্টেড।