লঞ্চ হল Vivo Y28 5G, এর দাম, ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন জেনে নিন
Vivo Y28 5G: Vivo কোম্পানি তরফ থেকে এবার ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo Y28 5G। বাজেট ফ্রেন্ডলি এই ফোনের দাম শুরু হচ্ছে মাত্র ১৩,৯৯৯ টাকা থেকে। ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৮জিবি র্যাম এবং MediaTek Dimensity ৬০২০ প্রসেসর যুক্ত Vivo Y28 5G ফোনটির ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হবে।
Vivo Y28 5G-এর স্পেসিফিকেশন (Vivo Y28 5G Specifications)
ডিসপ্লে (Display): Vivo Y28 5G ফোনটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫৬ ইঞ্চির ফুল HD এবং ওয়াটার ড্রপ LCD ডিসপ্লে। যেটি ১৬১২ ×৭২০ পিক্সেল রেজলিউ সাপোর্টেড। Vivo Y28 5G ফোনটি ৮৪০ নিটস ব্রাইটনেস সাপোর্ট যুক্ত।
প্রসেসর (processor): Vivo Y28 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ এবং OS ১৩ ফিচারস যুক্ত। উক্ত ফোনটিতে উপলব্ধ আছে ৭ ন্যানোমিটার ফেব্রিকেশনে প্রস্তুত ২.২ গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি ৬০২০ অক্টাকোর প্রসেসর।
স্টোরেজে (Storage): Vivo Y28 5G ফোনে রয়েছে ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। আপনি এই ফিচারস ব্যবহার করে ৮ জিবি র্যামকে ১৬ জিবি অবধি বৃদ্ধি করতে পারবেন।
ক্যামেরা (Camera): Vivo Y28 5G ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এফ/১.৮ অপারেটর যুক্ত ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। ফোনটির সামনের দিকে রয়েছে এফ/২.০ অপারেটর যুক্ত ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery): Vivo Y28 5G ফোনটিতে উপলব্ধ আছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
অন্যান্য ফিচারস: Vivo Y28 5G ফোনটি ৭ ৫জি ব্র্যান্ড সাপোর্টেড। উক্ত ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারস। ফোনটিতে আছে IP54 রেটিং যেটি ফোনকে ধুলো এবং জল থেকে রক্ষা করে।
Vivo Y28 5G ফোনটির মূল্য (Vivo Y28 5G Price in India)
Vivo Y28 5G ফোনটি আপনি ৩তে ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৫,৪৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১৬,৯৯৯ টাকা। উক্ত ফোনটি আপনি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Amazon, Flipkart এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন। Vivo Y28 5G ফোনটি কেনার ক্ষেত্র যদি আপনি SBI, DBS এবং IDFC First ব্যাঙ্ক ইউজার হয়ে থাকেন তবে পাবেন ১৫০০ টাকা অবধি ক্যাশব্যাক।