Moto Razr 40: ধামাকা অফার! ২০,০০০ টাকা ছাড়ে মিলছে মটোরোলার ফোল্ডেবেল মোবাইল
(১/৮) Moto Razr 40: বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে স্মার্টফোন হয়েছে ফোল্ডেবেল। আর ফোল্ডেবেল স্মার্টফোন তৈরিতে উৎসুক স্যামসাং (Samsung) এবং মটোরোলা (Motorola)-র মতো কোম্পানি গুলি। Samsung Galaxy Z Flip স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করতে এবার বাজারে চলে এলো Motorola Razr 40 আলট্রা স্মার্টফোনটি। তবে Motorola কোম্পানির তরফ থেকে উক্ত ফোনটির উপর ২০,০০০ টাকা ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে। Razr 40 এবং Razr 40 আল্ট্রা এই দুইটি স্মার্টফোনের উপরেই থাকবে আকর্ষণীয় এই ডিসকাউন্ট অফার।
Motorola Razr 40 ভারতীয় বাজারে আত্মপ্রকাশের সময় মূল্য ছিল ৫৯,৯৯৯ টাকা। উক্ত ফোনটিতে বর্তমানে আপনি পেয়ে যাবেন ১০,০০০ টাকার ছাড়। Moto Razr 40 Ultra ফোনটির ভারতীয় বাজারে আত্মপ্রকাশের সময় বাজারদর ছিল ৮৯,৯৯৯ টাকা। উক্ত ফোনটির উপর কোম্পানির তরফ থেকে থেকে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার ছাড়। অর্থাৎ ফোনটির বর্তমান বাজারদর ৬৯,৯৯৯ টাকা।
Moto Razr 40 Ultra-এর স্পেসিফিকেশন (Moto Razr 40 Ultra Specifications):
Moto Razr 40 Ultra ফোনটিতে উপলব্ধ রয়েছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির POLED ডিসপ্লে। ফোনটি ফোল্ডেবেল হওয়ায়, ফোল্ড করার পর ৩.৬ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। উক্ত ফোনটিতে ব্যবহৃত হয়েছে Snapdragon 8+Gen 1 প্রসেসর (processor)।
Moto Razr 40 Ultra এই ফোনটিতে থাকছে ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি ব়্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভারিয়েন্ট। উক্ত মডেলটিতে কানেক্টিভিটির জন্য উপলব্ধ রয়েছে USB C Type এবং 5G ও 4G LTE সুবিধা।
Moto Razr 40 Ultra ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ১২ এমপি প্রাইমারি কেমেরা সেন্সর ১৩ এমপি আলট্রা ওয়াইড লেস ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। উক্ত ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। তবে এটি আপনি অ্যান্ড্রয়েড ১৪-তে আপডেট করতে পারবেন। ফোনটিতে রয়েছে ৩৮০০ mAh ব্যাটারি ব্যাকআপ এবং সঙ্গে উপলব্ধ রয়েছে ৩০ ওয়াটার ফাস্ট চার্জিং সুবিধা।
Moto Razr 40-এর স্পেসিফিকেশন (Moto Razr 40 Specifications):
Moto Razr 40 ফোনটিতে উপলব্ধ রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। কল এবং নোটিফিকেশন এলার্ট দেখার জন্য উপলব্ধ রয়েছে ১.৯ ইঞ্চির ফোল্ডেবেল এক্সটারনাল ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 7 Gen 1।
Moto Razr 40 ফোনটিতে রয়েছে ৮জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ১২ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত দুটি ভ্যারিয়েন্ট। উক্ত ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। তবে এটি আপনি অ্যান্ড্রয়েড ১৪-এ আপডেট করতে পারবেন। উক্ত মডেলটিতে কানেক্টিভিটির জন্য উপলব্ধ রয়েছে USB C Type এবং 5G ও 4G LTE সুবিধা।
Moto Razr 40 ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। এবং অন্যটি ১৩ এমপি আল্ট্রা ওয়াইল্ড ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। রয়েছে ৪,২০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি এবং সঙ্গে ৩০ ওয়াটের ফার্স্ট চার্জিং-এর সুবিধা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন: ৯০ হাজার টাকার Laptop মাত্র ১৫,৮৯৯ টাকায়! সুযোগ হাত ছাড়া করবেন না