অবশেষে ভারতে লঞ্চ হল Nothing Phone 2a, জেনে নিন এর দাম এবং স্পেসিফিকেশন
ভারত সহ আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Nothing Phone 2a-এর তৃতীয় স্মার্টফোন। উক্ত ফোনে উপলব্ধ থাকছে ট্রান্সপ্যারেন্ট ব্যাক প্যানেল এবং ইউনিক ডিজাইন। উক্ত ফোনে উপলব্ধ থাকছে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ফোনটিতে রয়েছে ৫০ এমপি ক্যামেরা সেন্সর। উক্ত ফোনের ফিচারস স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য যেন আজকের এই প্রতিবেদনে।
Nothing 2a ফোনের দাম (Nothing Phone 2a Price in India):
ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করা এই Nothing Phone 2a ফোনটিতে উপলব্ধ থাকছে ৩টি স্টোরেজে ভেটিয়েন্ট। এই ফোনটির ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের যুক্ত ভ্যারিয়েন্ট মডেলটির দাম ২৩,৯৯৯ টাকা। Nothing Phone 2a ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ২৫,৯৯৯ টাকা। উক্ত ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত টপ মডেলটির মডেলটির দাম ২৭,৯৯৯ টাকা।
আগামী ১২ মার্চ তারিখে Nothing Phone 2a ফোনটি নাথিং ওয়েবসাইট এবং Flipkart অনলাইন সেলিং প্ল্যাটফর্ম-এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। উক্ত ফোনের মুক্তির প্রথম দিনের অফারে Flipkart অনলাইন প্ল্যাটফর্মে ফোনের দাম থাকবে মাত্র ১৯,৯৯৯ টাকা।
Nothing Phone 2a ফোনের লুক:
উক্ত ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৩টি ছোট LED স্ট্রিপ লাইট যুক্ত একটি নতুন স্টাইলের হরাইজন্টাল ক্যামেরা মডিউল সেটআপ এবং তার পাশেই রয়েছে LED ফ্ল্যাশলাইট। আরও থাকছে গিল্ফ ইন্টারফেস। উক্ত ফোনটির ব্যাক প্যানেলে থাকছে লাল রঙের স্কোয়ার স্পট। নাথিং ফোনের সামনের প্যানেলে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে উপলব্ধ আছে পাতলা বেজল এবং পাঞ্চ হোল কাটআউট সিস্টেম।
আরও পড়ুন: 84 দিন ফ্রি পাবেন Netflix, প্রচুর 5G ডেটা, সাথে মিলবে আনলিমিটেড কল!
Nothing Phone 2a ফোনের স্পেসিফিকেশন (Nothing Phone 2a Specifications)
ডিসপ্লে (Display):
Nothing Phone 2a ফোনটিতে উপলব্ধ থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যেটি ১০৮০×২৪১২ পিক্সেল রেজোলিউশন যুক্ত ফুল HD। এর সাথেই থাকবে ১৩০০ নিটস পীক ব্রাইটনেস। HDR10+ ও 394PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট সিস্টেমের সুবিধা।
প্রসেসর (Processor):
উক্ত ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৮ জিগা হার্টজ ক্লক স্পীডযুক্ত MediaTek ডায়মেনসিটি ৭২০০ Pro OctaCore Processor যেটি প্রস্তুত হয়েছে ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে। এ কথা বলে রাখা ভালো যে, উক্ত ফোনটি AnTuTu টেস্টিঙে ৭৪১,৯৯৯ পয়েন্ট পেয়েছে। যেটি বর্তমানে খুবই ভালো একটি দিক।
স্টোরেজ (Storage):
নাথিং ফোনে রয়েছে ১২ জিবি র্যাম যুক্ত করার সুবিধা। সেজন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে র্যাম বুস্টার টেকনোলজি। এর ফলে ফোনে ৮ জিবি অবধি র্যাম বৃদ্ধি করতে পারবে গ্রাহক। গ্রাহকরা এই টেকনোলজি ব্যবহার করে ফোনের র্যাম ২০ জিবি অবধি করতে পারবে। সঙ্গে থাকছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা (Nothing Phone 2a Camera):
Nothing Phone 2a ফোনে উপলব্ধ থাকছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। উক্ত ফোনে থাকছে OIS এবং EIS সহ ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং আরও একটি ৫০ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য থাকছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
Nothing Phone 2a ফোনটিতে উপলব্ধ থাকছে ৫,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি এবং সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।
অপারেটিং সিস্টেম (Operating System):
Nothing Phone 2a ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। উক্ত ফোনটির OS 2.5 ইউআই। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, উক্ত ফোনটিতে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
অন্যান্য (Others):
Nothing Phone 2a ফোনটি ডুয়েল সিম 5জি সাপোর্টেড। উক্ত ফোনে রয়েছে ব্লুটুথ ভার্সান ৫.৩, ওয়াই-ফাই ৬, NFC, লিনিয়ার হ্যাপটিক মোটর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, ফেস আনলক ফিচারস সিস্টেম, জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিংয়ের সুবিধা।