iPhone 14 Offers: এবার ৫০,০০০-এর কমে কিনতে পারবেন iPhone! কী ভাবে পাবেন?
iPhone 14 Offers: আপনি কি নতুন আইফোন (Apple iPhone) কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ায় (Amazon India) রয়েছে দুর্দান্ত অফার। iPhone 14 ফোনটি যখন বাজারে আসে তখন তার বাজারমূল্য ছিল ৬৯,৯০০ টাকা। তবে বর্তমানে আপনি নতুন iPhone 14 ফোনটি কিনতে পারবেন ৫৫,৯৯৯ টাকায়। জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে এই সময়ে আইফোন ১৪ ফোনটিতে দিচ্ছে ১৬ শতাংশ ছাড়। যেজন্য ফোনটির দাম কমে হয়েছে ৫৮,৯৯৯ টাকা।
এবার আপনি SBI এবং ICICI ব্যাংকের কার্ডের মাধ্যমে এই আইফোন ফোনটি কেনেন সেক্ষেত্রে আপনি পাবেন ৩০০০ টাকার অতিরিক্ত ছাড়। এই ছাড়ের পর ফোনটির দাম হয়েছে ৫৫,৯৯৯ টাকা। এছাড়াও আপনি যদি ফোন এক্সচেঞ্জ-এর মাধ্যমে ফোনটি কেনেন সেক্ষেত্রে আপনি পাবেন ৪২,৯০০ টাকা অবধি অতিরিক্ত ছাড় পাবেন গ্রাহকরা।
তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে আপনার পুরনো ফোনটি বর্তমান অবস্থার ওপর। আপনি পুরনো ফোনের পরিবর্তে নতুন iPhone 14 কিনতে চাইলে পাবেন ভালো ছাড়। আপনি যদি একটি বাজেট স্মার্টফোন কিংবা মিড-রেঞ্জের ফোন এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রেও আপনি ৫০ হাজার টাকার কমে কিনতে পারবেন iPhone 14 ফোনটি।
iPhone 14 ফোনের স্পেসিফিকেশন:
আইফোন ১৪ ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে। সংশ্লিষ্ট কোনটিতে উপলব্ধ রয়েছে সেরামিক শিল্ড প্রোটেকশন। এই ফোনটি spills and splashes রেজিসট্যান্ট।
আরও পড়ুন👉: মাত্র ৭,৯৯৯ টাকাতেই 50MP Camera সহ Samsung Smartphone পাওয়া যাবে! রইলো বিস্তারিত
iPhone 14 ফোনটিতে ব্যবহৃত হয়েছে A15 Bionic চিপসেট। ফোনটিতে রয়েছে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট।
আইফোন ১৪ ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে মিডনাইট, পার্পল, স্টারলাইট, প্রোডাক্ট রেড এবং ব্লু- এই পাঁচ রঙে।
আইফোন ১৪ ফোনটিতে রয়েছে ১২ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১২ এমপি লাওট্রা ওয়াইড সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর সুবিধার জন্য রয়েছে সামনে ডিসপ্লের ওপরে ১২ মেগাপিক্সেলের TrueDepth ফ্রন্ট ক্যামেরা সেন্সর। ইউজাররা সিনেম্যাটিক মোডে ফটো এবং ভিডিও তুলতে পারবেন। সংশ্লিষ্ট ফোনটি ক্যামেরা ভার্সনটি 4K Dolby Vision সাপোর্টেড। এছাড়াও এই ফোনটিতে রয়েছে অ্যাকশন মোড।
আরও পড়ুন👉: মাত্র ১০,০০০ টাকার বাজেটে লঞ্চ হল সস্তা Moto G04s মোবাইল, এতে 50MP ক্যামেরা সহ আর কী কী রয়েছে?
সংশ্লিষ্ট এই আইফোনটি 5G সাপোর্টেড। এই আইফোনটিতে প্রায় ২০ ঘন্টা ভিডিও প্লে ব্যাক টাইম পাবেন গ্রাহকরা। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ফেস আইডি আনলক ফিচারস।