মাত্র ৭,৯৯৯ টাকাতেই 50MP Camera সহ Samsung Smartphone পাওয়া যাবে! রইলো বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে যে সমস্ত গ্রাহকরা খুব কম দামে Samsung স্মার্ট ফোন কিনতে চাইছেন তাদের জন্য রয়েছে একটি দারুন অফার। ৬জিবি র‍্যাম, ৫০ এমপি এবং ৫০০০ mAh ব্যাটারি সহ এই Samsung Galaxy A05 স্মার্টফোনটি যখন ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে তখন প্রাথমিক মডেলটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা কিন্তু এই সময়ে এই ফোনটির ওপর দেওয়া হচ্ছে ২০০০ টাকার ছাড়। Samsung Galaxy A05 ফোনটির ফিচারস, স্পেসিফিকেশনস এবং দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন।

Samsung Galaxy A05 ফোনের প্রাথমিক এবং বর্তমান দাম:

মডেললঞ্চ প্রাইসপ্রাইস কাটনতুন দাম
৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ৯,৯৯৯ টাকা২,০০০ টাকা৭,৯৯৯ টাকা
৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ১২,৪৯৯ টাকা২০০০ টাকা১০,৪৯৯ টাকা

Samsung Galaxy A05 স্মার্টফোনটি ভারতীয় বাজার আত্মপ্রকাশ করেছিল দুটি ভেরিয়েন্ট-এ। বর্তমানে সংশ্লিষ্ট ফোনটির দুটি মডেলের ওপরেই দেওয়া হচ্ছে ২০০০ টাকার ছাড়। এর ফলে সংশ্লিষ্ট ফোনটির ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভারিয়েন্টের বর্তমান দাম ৯,৯৯৯ টাকা থেকে ৭,৯৯৯ টাকা হয়েছে। সংশ্লিষ্ট ফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভারিয়েন্টের বর্তমান দাম ১২,৪৯৯ টাকা থেকে কমে হয়েছে ১০,৪৯৯ টাকা। সংশ্লিষ্ট ফোনটি ভারতীয় বাজারে Light Green, Silver এবং Black কালারে উপলব্ধ রয়েছে।

Samsung Galaxy A05 ফোনের স্পেসিফিকেশন:

ডিসপ্লে (Display):

Samsung Galaxy A05 স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। এছাড়াও ফোনটি ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন এলসিডি প্যানেলে প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন👉: Royal Enfield: বাজার কাঁপাতে চলেছে রয়্যাল এনফিল্ড! এ বছরই দুর্দান্ত বাইকগুলি আনছে কোম্পানি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রসেসর (processor): 

সংশ্লিষ্ট ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টস ক্লক গতি সম্পন্ন MediaTek Helio G85 প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম।

স্টোরেজ (Storage): 

Samsung Galaxy A05 ফোনটিতে Virtual RAM ফিচারসের মাধ্যমে ফোনের ইন্টারনাল মেমোরি ৬ জিবি বাড়াতে পারবেন এবং ১২ জিবি বর্ধিত করতে পারবেন। সংস্থার তরফ থেকে এই ফিচারটির নাম দেওয়া হয়েছে RAM Plus ফিচারস।

ক্যামেরা (Camera): 

সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ এমপি প্রাইমারি ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা সেন্সর এবং অন্যটি ২ এমপি ডিপ্থ সেন্সিং লেন্স ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

আরও পড়ুন👉: সেল ছাড়াই ১০,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরাযুক্ত এই দুর্দান্ত ফোনে!

ব্যাটারি (Battery): 

সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জ হওয়ার জন্য ফোনটিতে যোগ করা হয়েছে ২৫ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।

অন্যান্য (Others): 

Samsung Galaxy A05 ফোনটিতে গ্রাহকরা পাবেন ৪ বছরের সিকিউরিটি আপডেট এবং ২ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট। এছাড়াও ফোনটিতে উপলব্ধ আছে ডুয়েল ৪জি সিম, ব্লুটুথ ৫.৩ ভার্সন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং GPS-এর একাধিক সুবিধা।

আরও পড়ুন👉: Vivo T3x 5G: ৬০০০ mAh ব্যাটারিযুক্ত Vivo-র স্লিমেস্ট ফোনে আর কী কী থাকতে চলেছে? জেনে নিন বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিঙ্ক (গুরুত্বপূর্ণ লিঙ্ক)

👉 WhatsApp গ্রুপ-এ যুক্ত হন