Jio-Airtel এর এইসব প্ল্যানে ফ্রি-তে পাওয়া যাচ্ছে Prime Video সাবস্ক্রিপশন
ভারতীয় টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য একাধিক নিত্যনতুন প্ল্যান বাজারে নিয়ে আসছে। এই সময় সংশ্লিষ্ট সংস্থাগুলি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখেই রিচার্জ প্লানের সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে। যে সকল গ্রাহকরা মোবাইল রিচার্জ করার পর Amazon Prime Video, Netflix এবং Disney Plus Hotstar-এর সাবস্ক্রিপশান নিতেন তাদের খরচ বাঁচানোর জন্যই এই ব্যবস্থা।
আজকের এই প্রতিবেদনে Reliance Jio এবং Bharti Airtel সংস্থার সেই সকল রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জানাবো যেখানে ফ্রিতে ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। অর্থাৎ গ্রাহকদের মোবাইল রিচার্জ করার পর আর অতিরিক্ত টাকা দিয়ে ওটিটি সাবস্ক্রিপশন কিনতে হবে না।
Reliance Jio সংস্থার আমাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশনের বিভিন্ন রিচার্জ প্ল্যানগুলি:
Jio-এর ৮৫৭ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা পাবেন প্রত্যহ ২জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যহ ১০০টি SMS পরিষেবা। এগুলি ছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ওটিটি সাবস্ক্রিপশন।
Jio-এর ১,১৯৮ টাকার রিচার্জ প্ল্যান:
জিও সংস্থার এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১২ মাস। এই রিচার্জ প্ল্যানের আয়তায় গ্রাহকরা পাবেন প্রত্যহ ২ জিবি ইন্টারনেট ব্যবহারের পরিষেবা সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যহ ১০০ টি SMS-এর সুবিধা। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন Prime Video Mobile সাবস্ক্রিপশনের সঙ্গে Disney+Hotstar, Sony LIV, ZEE5, Discovery+, JioCinema Premium, Lionsgate Play, Hoichoi, DocuBay, EPIC ON, Sun NXT, Chaupal-এর মতো ১৪ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সুবিধা।
Jio-এর ৩,২২৭ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানটি বৈধতা ১২ মাস। এই রিচার্জ প্ল্যানের আওতায় গ্রাহকরা পাবেন প্রত্যহ ২ জিবি ইন্টারনেট ব্যবহারের পরিষেবা এবং তার সাথে অতিরিক্ত ৭৮ জিবি ডেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যহ ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এর সাথে গ্রাহকরা পাবেন Prime Video, Jio TV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশন।
Jio-এর ৪,৪৯৮ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ১২ মাস অর্থাৎ ১ বছর। এই রিচার্জ প্লানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি ইন্টারনেটের সঙ্গে ১৮ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি SMS করার সুবিধা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আরও পাবেন Hoichoi, DocuBay, EPIC ON, Sun NXT, Chaupal, Disney+Hotstar, Sony LIV, ZEE5, Discovery+, JioCinema Premium, Lionsgate Play-এর মতো ১৪ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সুবিধা।
Airtel সংস্থার আমাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান:
Airtel সংস্থার ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্লানের মেয়াদ ৫৬ দিন। এই প্লানের আয়তায় গ্রাহকরা পাবেন প্রত্যহ ২ জিবি ইন্টারনেট ব্যবহারের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি SMS করার সুবিধা। এই রিচার্জ প্ল্যানে আরো পাবেন Amazon Prime membership।
Airtel সংস্থার ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্লানের মেয়াদ ৮৪ দিন। এই প্লানের আয়তায় গ্রাহকরা পাবেন প্রত্যহ ২.৫ জিবি ইন্টারনেট ব্যবহারের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যহ ১০০ টি SMS করার সুবিধা। এর সাথেই এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন Xstream Mobile সাবস্ক্রিপশন।