ভারতে লঞ্চ হল OnePlus 11R Solar Red Edition, জেনে নিন দাম, স্পেসিফিকেশন সহ বিস্তারিত
ফ্লাগশিপ কিলার নামে পরিচিত টেক ব্র্যান্ড OnePlus সংস্থার তরফ থেকে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে নতুন একটি ফোন। ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে OnePlus 11R ফোনের Solar Red Edition। ১৮ এপ্রিল থেকে ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে এই নতুন স্মার্টফোনটি। OnePlus 11R Solar Red Edition ফোনের ফিচারস স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানুন বিস্তারিত তথ্য।
OnePlus 11R ফোনের স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
OnePlus 11R ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৪ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। যেটি ২০.১:৯ অ্যাস্পেক্ট রেশিয়তে তৈরি ২৭৭২ X ১২৪০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে সুপার এমোলেড প্যানেলে প্রস্তুত পাঞ্চ-হোল স্টাইল যেটি ৩৬০ হার্টজ টাচ সেপ্লিং রেট সাপোর্টেড। এছাড়াও ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১০ বিট কালার ডেপ্ত, ৪৫০ PPI ফিচার যুক্ত।
প্রসেসর (Processor):
OnePlus 11R ফোনে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 8 plus Zen 1 OctaCore প্রসেসর। ফোনটি ৪ ন্যানোমিটার ফেব্রিকেশনে প্রস্তুত। সংশ্লিষ্ট কোনটি এন্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেমে কর্মক্ষম এবং ৩.২ গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
ক্যামেরা (Camera):
সংশ্লিষ্ট ফোনটিতে ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে রয়েছে এফ/১.৮ অ্যাপচারযুক্ত ৫০ এমপি সনি IMX৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর। আর একটি এফ/২.২ অ্যাপচারযুক্ত ৮ এমপি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স ক্যামেরা সেন্সর। অন্যটি ২ এমপি মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ক্যামেরা সেন্সর। এছাড়াও সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য ফোনটিতে রয়েছে এফ/২.৪ অ্যাপচারযুক্ত ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। এর সাথে দ্রুত চর্জিংয়ের জন্য আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। সংশ্লিষ্ট সংস্থার দাবি অনুযায়ী ফোনটিতে কেবলমাত্র ১০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফুল চার্জে সাধারণ ইউজাররা একদিন অবধি ফোনটি চালাতে পারবেন
OnePlus 11R Solar Red Edition ফোনের দাম:
OnePlus 11R Solar Red Edition ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৩৫,৯৯৯ টাকা। বলে রাখা ভালো যে সংশ্লিষ্ট ফোনটি কম্ফিগ্রাশন সমেত Sonic Black এবং Galactic Silver কালার মডেলটির বাজার মূল্য ৩২,৯৯৯ টাকা। সংশ্লিষ্ট ফোনটির ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৪৩,৯৯৯ টাকা। OnePlus সংস্থার এই ফোনগুলি OnePlus 11R Solar Red Edition শপিং সাইট Amazon থেকে কিনতে পারবেন গ্রাহকরা।