Chandrayaan-3: পিছিয়ে যেতে পারে চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ের দিন, জানাল ISRO
(১/৮) ভারত চন্দ্রযান (Chandrayaan) নিয়ে প্রথম যে দুটি মিশন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছিল সেগুলো সফল হয়নি। তবে এবারে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সফল উৎক্ষেপণের দ্বারা ভারত নিজের সফলতা দেখিয়েছে। ভারতের চন্দ্রযান-২ -এর ল্যান্ডফলের মতই রাশিয়ার চন্দ্রযান ‘লুনা’ (Luna)-র একই অবস্থা হয়েছে। আর সেই দিক বিবেচনা করে এই বিষয়ে তাড়াহুড়ো করতে নারাজ ISRO।
(২/৮) ‘চন্দ্রযান-৩’ (Chandrayaan-3) কে সফলভাবে চাঁদে পাঠানোর জন্য এর ল্যান্ডিং এর সময় আরো কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন ইসরো-র (ISRO) বিজ্ঞানীরা। তাদের মতে প্রয়োজনে ২৭ আগস্ট চন্দ্রযান-৩ – এর ল্যান্ডিং করানো যেতে পারে বলে জানিয়েছেন তারা। তাই আর দু চার দিন দেরিতে হলেও ইসরোর বিজ্ঞানীরা চান যে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সফল ল্যান্ডিং হোক।
(৩/৮) ইসরো (ISRO) জানিয়েছে যে, আগামী ২৩ আগস্ট, বুধবার চাঁদে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) সফলভাবে ল্যান্ডিং করবে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা চাঁদে অবতরণের সময় পিছিয়ে দিতে চাইছেন ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থান দেখে।
(৪/৮) এই ব্যাপারে ইসরোর আহমেদাবাদ কেন্দ্রের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন যে, “২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। তবে সেটাই চাঁদের মাটিতে অবতরণের সঠিক সময় কিনা তা ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনও সমস্যা মনে হয় তাহলে আমরা ২৭ অগস্ট মডিউলের চাঁদে অবতরণ করাতে পারি।”
(৫/৮) তবে ইসরোর বিজ্ঞানীদের ভাষ্যমতে চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের ক্ষেত্রে কোন সমস্যা হওয়ার কথা না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হবে।
(৬/৮) চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর চাঁদে অবতরণের দিন অর্থাৎ ২৩ আগস্ট দিনটিকে নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। ওই বৈঠকে চন্দ্রযান-৩ -র প্রকৃত অবস্থা সম্পর্কে ইসরোর চেয়ারম্যান বিস্তারিত জানান কেন্দ্রীয় মন্ত্রীকে।
(৭/৮) আগামী ২৩ আগস্ট চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে ইসরোর প্রশংসা বাণীও করতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে হওয়া চাঁদের এই সফল ল্যান্ডিং এক নতুন ইতিহাস গড়বে বলে জানিয়েছেন আশাবাদী জিতেন্দ্র সিং।
(৮/৮) আগামী ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান-৩-এর। এই বিষয়টিকে সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রচারিত করবে ইসরো। চাঁদে অবতরণের সময়ের আগে থেকেই অর্থাৎ বিকাল ৫টা ২৭ মিনিট থেকেই ইসরো বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল (Youtube Channel), ফেসবুক (Facebook) এবং ডিডি ন্যাশনাল টিভি-তে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-র অবতরণ প্রক্রিয়া দেখাবে। সেই ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষায় রয়েছে সমগ্র ভারতবর্ষ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই