আরও আকর্ষণীয় হতে চলেছে WhatsApp চ্যাট! কী কী কী নতুন ফিচার আসছে?
WhatsApp ব্যবহারকারী সদস্যদের সুবিধার্থে মার্ক জুকারবার্গ-এর সংস্থা WhatsApp নিয়মিত রিসার্চ করে থাকে।সেই মাধ্যম থেকেই উঠে আসলো এক নতুন তথ্য। এবারে WhatsApp চ্যাটিং সহজ করতে তুলতে নিয়ে আসলো এক দুর্দান্ত ফিচারস। কি আছে এই ফিচারস এ?চলুন জেনে নেওয়া যাক।
WhatsApp মিডিয়া থেকে জানা যাচ্ছে,যাদের সঙ্গে আপনারা দৈনন্দিন চ্যাটিং করেন,তাদের চ্যাটলিস্ট আপনি আপনার ফেভারিটস্-এ অ্যাড করতে পারবেন। ধরুন আপনার মনে হলো এই চ্যাটটি আপনার খুব প্রয়োজনীয় তাহলে আপনি চাইলেই সেই চ্যাট লিস্টকে ফেভারিটস্ এ সিলেক্ট করে রেখে দিতে পারবেন। (যেরকম এতদিন আমরা নির্দিষ্ট কোনো চ্যাট ⭐ করে রাখতাম বা ফেভরিটস-এ অ্যাড করে রাখতাম)
এই ফেভারিটস অপশনটি আপনারা যেকোনো চ্যাট লিস্টের ঠিক ওপরে ডান দিকের থ্রি ডটে ক্লিক করলেই পেয়ে যাবেন।
ইতিমধ্যেই WhatsApp আরো একটি দারুন ফিচারস নিয়ে এসেছে। আপনার পরিবার,আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী,ক্রেতা থেকে সহকর্মী বা আপনার কমিউনিটিতে যাঁরা আছেন তাঁদের কোনো ব্যাপারে কিছু তথ্য(update) দিতে আরো সহজ একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে মার্ক জুকারবার্গ-এর সংস্থা।
মনে করুন আপনার সামনে কোনো ইভেন্ট আছে তাই আপনার কমিউনিটির সদস্যদের জানাতে হবে।এবার আপনি ভাবছেন যে তাদের কে এসএমএস এর মাধ্যমে জানাবেন। কিন্তু এর থেকেও সহজ একটু সুযোগ আপনাদের জন্য রাখছে WhatsApp। এবারে আপনারা দেখতে পাবেন ‘রিমাইন্ডার’ বলে একটি অপশন থাকবে।এই অপশনটিতে ক্লিক করলেই নিমেষে চলে যাবে যেকোনো আপডেট।
সম্প্রতি গুগল প্লে স্টোরে এই ফিচারসটির বেটা ভার্সন চলে এসেছে। এই ফিচারসটির মাধ্যমে যেকোনো আসন্ন ইভেন্টের আপডেট খুব সহজেই সবার কাছে পৌঁছে দিতে পারবেন।