এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন
বর্তমানে অধিকাংশ মানুষ টিভিতে অন্যান্য প্রোগ্রামের তুলনায় ওটিটির (OTT) সিনেমা, ওয়েব সিরিজ (Web Series) দেখতে পছন্দ করেন। তবে এগুলি এমনি দেখা যায় না এর জন্য আলাদাভাবে টাকা খরচ করতে হয়।
আর এই সাবস্ক্রিপশন প্ল্যান (Netflix Subscription Plan) মানেই অনেক টাকা খরচ করা, সঙ্গে তো ফোনে রিচার্জ রয়েছেই। সবগুলি হিসেবে ধরলে মাসে মোট অংকের টাকাই খরচ হয়ে যায়। তবে এমন একটি উপায় রয়েছে যার সাহায্য আপনি বিনামূল্যে Netflix দেখতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা করে কোন রিচার্জ (Recharge) করতে হবে না।
Jio টেলিকম সংস্থা তার গ্রাহকদের জন্য এমন কিছু প্ল্যান অফার করে, যাতে Netflix এবং Disney Plus Hotstar-এর সাবস্ক্রিপশন অতিরিক্ত চার্জ ছাড়াই একই সঙ্গে পাওয়া যায়। তবে কিভাবে এটি পাওয়া যায় সেটা অনেকেই জানেন না। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়েই জানাবো।
Jio-এর ১৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান (1499 Jio Prepaid Plan)
জিও টেলিকম সংস্থা ১৪৯৯ টাকার একটি অফার দিয়ে থাকে। যাতে এসএমএস আনলিমিটেড ভয়েস কলিং প্রতিদিন ৩ জিবি ডেটার সঙ্গে ৮৪ দিনের বৈধতার একটি প্ল্যান দেওয়া হয়। অর্থাৎ ৮৪ দিনে এ অফারে মোট ২৯২জিবি ডেটা পাওয়া যাবে।
১০৯৯ টাকার Jio প্রিপেড প্ল্যান (1099 Jio Prepaid Plan)
জিও এর এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং (Voice Calling) এসএমএস প্রতিদিন ২ জিবি ডাটা সহ ৮৪ দিনের বৈধতা দেওয়া হয়। তবে এর সঙ্গে সঙ্গে এটি বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন অফার করে। ৮৪ দিনে এই বৈধতাই মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যায়।
Jio-এর ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান (699 Jio Postpaid Plan)
Jio-এর এই প্ল্যানটিতে আনলিমিটেড ডেটা ভয়েস কল (Voice Call) এর সঙ্গে সঙ্গে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন পাবেন। শুধু তাই নয় এর সঙ্গে আপনি অ্যামাজন প্রাইমও পাবেন। এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি মোট ১০০ জিবি ডাটা পাবেন।
Airtel-এর ১১৯৯ টাকার প্রিপেড প্ল্যান (1199 Aittel Prepaid Plan)
এয়ারটেল এর এই প্লানটি গ্রহণ করলে আপনি পাবেন প্রতিদিন ১০০ টি এস এম এস আনলিমিটেড লোকাল/এসটিডি রোমিং কল ১৫০ জিবি ডাটা। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে এই প্ল্যানে Netflix, Amazon Prime এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন
ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই
এ বার লক্ষ্য ‘চন্দ্রযান-৪’! চন্দ্র অভিযানের পরবর্তী ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ISRO?