দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ডিজিটাল পেমেন্টে (Digital Payment) অভ্যস্ত। ছোট থেকে বড় সমস্ত দোকানেই QR স্ক্যানার দেখতে পাওয়া যায়। এই স্ক্যানারের সাহায্যে স্ক্যান করলে দ্রুত অনলাইন মাধ্যমে টাকা পে (Online Payment) হয়ে যায়। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) অনলাইনে পেমেন্ট করা ব্যবহারকারীদের একটি সুখবর দিয়েছে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

UPI লাইট ওয়ালেট থেকে অফলাইন পেমেন্টের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের সীমা ছিল সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত কিন্তু এখন সেটি বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এর মানে এখন ইউপিআই (UPI) ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই UPI Lite Wallet ৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন।

এর থেকে কী সুবিধা হবে?

UPI লাইট ওয়ালেটের সীমা বাড়ানোয় সবচেয়ে বেশি সুবিধা তাদের হবে যাদের এলাকায় ইন্টারনেট পরিষেবা উন্নত নয়। কারণ ইন্টারনেট পরিষেবা সঠিক না হলে অনেক সময় জরুরী দরকারে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠেনা। সেক্ষেত্রে এই পরিষেবা অনেক বেশি সুবিধা দায়ক হবে।

RBI এর নির্দেশ অনুসারে UPI লাইটের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এতে ব্যবহারকারীরা দ্রুত গতিতে পেমেন্ট করতে পারবেন। তবে অনেকেই এই UPI লাইট সম্পর্কে এখনো অবগত নন। তাদের সুবিধার্থে ইউপিআই লাইট কি সেটি নিম্নে বলা হলো।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

UPI Light কী?

UPI লাইট (UPI Light) হলো একটি অন ডিভাইস ওয়ালেট ফিচারন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payment Corporation of India) এটি তৈরি করেছে। এর কাজ হল এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেওয়া। এর সাহায্যে ব্যবহারকারীরা রিয়াল টাইমে ছোটখাটো লেনদেন করতে পারে।

এর আরো একটি সুবিধা হল এক্ষেত্রে কোন পিনের প্রয়োজন হয় না। আপনি যদি ছোটখাটো পেমেন্ট করতে চান তাহলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রদত্ত এই ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহার করতে পারেন।

RBI gave great news, this time transactions up to 500 rupees can be done without internet

কীভাবে UPI Light ব্যবহার করবেন?

UPI লাইটে (UPI Light) টাকা পাঠাতে গেলে এর জন্য আপনাকে প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে টাকা যোগ করতে হবে। এর পরে, আপনি UPI লাইট ওয়ালেট থেকে প্রি-লোড করা টাকা ইচ্ছে অনুযায়ী পাঠাতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

আরও পড়ুন:

এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন

ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)

Smartphone Tips: মোবাইলে ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে? তাহলে বদলে ফেলুন এই সেটিং, মুহূর্তে সুপারফাস্ট হবে

যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই

এ বার লক্ষ্য ‘চন্দ্রযান-৪’! চন্দ্র অভিযানের পরবর্তী ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ISRO?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *