Asus ROG Phone 8 লঞ্চ হতে চলেছে দুর্দান্ত সব ফিচার নিয়ে! 1TB স্টোরেজ, 16GB RAM সহ আর কী কী ফিচার থাকতে চলেছে?
Asus ROG Phone 8: Asus মোবাইল কোম্পানিটি পরিচিত গেমিং স্মার্টফোন হিসাবে। এবার ২০২৪ সালে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Asus কোম্পানির Asus ROG Phone 8 নামক একটি গেমিং স্মার্টফোন। সমাজ মাধ্যমে উক্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। সেখানেই প্রকাশ পেয়েছে ফোনটির বাজারে আত্মপ্রকাশের তারিখ।
Asus কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, Asus ROG Phone 8 নামক গেমিং স্মার্টফোনটি 9 জানুয়ারি ভারতীয় সময় ৪:৩০ নাগাদ Asus-এর অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব (YouTube) এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ দেখেতে পাবেন ইউজাররা। Asus India তার পোস্টে একটি লিংক শেয়ার করেছেন যাতে ব্যবহারকারীরা ফোনটির লাইভ স্টিমিং দেখতে পান।
ফোনের ফিচার ও স্পেসিফিকেশন (Asus ROG Phone 8 Specification):
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Asus ROG Phone 8-এ উপলব্ধ থাকার সম্ভাবনা আছে ১৬৫ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির AMOLED ফুল HD ডিসপ্লে। নিরাপত্তার জন্য থাকতে পারে Corning Gorilla Glass Victus 2। ফোনটিতে থাকতে পারে HDR10 সাপোর্ট। এছাড়াও ডিসপ্লেতে থাকতে পারে অন্যান্য সার্টিফিকেশন।
প্রসেসর এবং র্যাম (Asus ROG Phone 8 Processor and RAM):
একটি গেমিং ফোনে সব থেকে ইম্পর্টেন্ট হলো ফোনটির প্রসেসর এবং র্যাম। প্রাপ্ত তথ্য অনুসারে, Asus ROG Phone 8 ফোনটিতে থাকতে পারে, Qualcomm Snapdragon 8 Gen 23 চিপসেট। Qualcomm-এর অন্যতম শক্তিশালী স্মার্টফোন প্রসেসর। উক্ত ফোনটিতে উপলব্ধ থাকবে ১২ জিবি অথবা ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি অথবা ১ টিবি অবধি ইন্টারনাল স্টোরেজ।
অসাধারণ ক্যামেরা সেটআপ (Asus ROG Phone 8 Camera Quality):
Asus ROG Phone 8 ফোনটিতে উপলব্ধ থাকবে ৫,৫০০ mAh শক্তিশালী ব্যাটারি সাপোর্ট এবং সঙ্গে ফাস্ট চার্জিং সুবিধা। ক্যামেরা সেটআপের মধ্যে থাকছে ৫০ এমপি Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর। একটি ১৩ এমপি আলট্রা ওয়াল্ড অ্যাঙ্গেললেস ক্যামেরা সেন্সর। অন্যটি ৩২ এমপি ফটো শ্যুটার ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য থাকছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ১৪,০০০-এর মোবাইল মাত্র ৭,০০০-এ! Redmi-র বিরাট অফার, কোথায় পাবেন জানুন
👉 Tecno Pop 8: মাত্র ৫,৯৯৯ টাকায় TECNO-র দুর্দান্ত মোবাইল! ক্যামেরা, অন্যান্য ফিচার জেনে নিন