Tecno Pop 8: মাত্র ৫,৯৯৯ টাকায় TECNO-র দুর্দান্ত মোবাইল! ক্যামেরা, অন্যান্য ফিচার জেনে নিন
(১/৬) ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Tecno কোম্পানির একটি দুর্দান্ত স্মার্টফোন। সম্প্রতি ভারতীয় বাজারে এসেছে Tecno Pop 8। এন্ট্রি-লেভেলের এই স্মার্টফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং অক্টা-কোর চিপসেট। বাজেট ফ্রেন্ডলি এই ফোনটিতে রয়েছে দারুন ক্যামেরা কোয়ালিটি। ফোনটিতে উপলব্ধ আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Tecno Pop 8 Price in India:
(২/৬) Tecno Pop 8 ফোনটি যখন ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে তখন তার বাজার মূল্য ছিল ৬,৪৯৯ টাকা। Amazon অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি ফোনটি ৯ জানুয়ারি থেকে কিনতে পারবেন। এই ফোনটির উপরে থাকছে দুর্দান্ত ছাড়। অল্প সময়ের একটি অফারের মাধ্যমে আপনি ফোনটি কিনতে পারবেন মাত্র ৫৯৯৯ টাকায়। Tecno Pop 8 ফোনটি আপনি গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট এই রঙে কিনতে পারবেন।
Tecno Pop 8 Specifications & Features:
(৩/৬) Tecno Pop 8 ফোনে উপলব্ধ আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির HD ডিসপ্লে যার রেজ়োলিউশন 1612X720 পিক্সেল। ভালো প্রদর্শনের জন্য ফোনটিতে রয়েছে অক্টা-কোর Unisoc T606 প্রসেসর।
(৪/৬) Tecno Pop 8 ফোনটিতে উপলব্ধ আছে ৪ জিবি র্যাম (4 GB RAM) এবং ৬৪ (64 GB ROM )জিবি ইন্টারনাল স্টোরেজ। আপনি চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এটি ২৫৬ জিবি অবধি বৃদ্ধি করতে পারবেন। Tecno Pop 8 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। যেটি HiOS 13 সাপোর্টেড।
(৫/৬) এই ফোনটিতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট সিস্টেম। ফোনটিতে রয়েছে AI লেন্স সহ একটি ১২ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কালিং-এর সুবিধার জন্য আছে LED ফ্ল্যাশলাইট সহ একটি ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
(৬/৬) Tecno Pop 8 ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ব্যাটারি সাপোর্ট হিসাবে আছে একটি ৫০০০ mAh ব্যাটারি। সঙ্গে ১০ ওয়াড় চার্জিং সাপোর্ট যুক্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ১৪,০০০-এর মোবাইল মাত্র ৭,০০০-এ! Redmi-র বিরাট অফার, কোথায় পাবেন জানুন
👉 Tecno Pop 8: মাত্র ৫,৯৯৯ টাকায় TECNO-র দুর্দান্ত মোবাইল! ক্যামেরা, অন্যান্য ফিচার জেনে নিন
👉 OnePlus 12 নাকি Samsung Galaxy S24? কোন মোবাইল রাজত্ব করবে? রইল তুলনা