যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই
Inactive Google Account: গুগল (Google) ব্যবহারকারীদের সতর্ক করে ইমেইল (Email) প্রেরণ করল গুগল কর্তৃপক্ষ। সঙ্গে গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে সকলের Account Inactivity Policy রিভিউ করার। একাউন্ট যদি ইন-অ্যাক্টিভ (Inactive Account) অবস্থায় থাকে তবে সে অ্যাকাউন্ট ডিলিটও হয়ে যেতে পারে।
যদি কোন ইউজার ২ বছর ধরে তার গুগল একাউন্ট (Google Account) ইনএকটিভ করে রাখে, তাহলে কর্তৃপক্ষ সেই ইউজারের গুগল একাউন্ট delete করে দিতে পারে। এরকমই একটি খবর এর পূর্বে চলতি বছরের মে মাসে গুগল সংস্থা ইউজারদের উদ্দেশ্যে জানিয়েছিল।
আর শেষ সতর্কবার্তা আবারও সকলকে মনে করিয়ে দিতে ইউজারদের ইমেইল করছে গুগল কর্তৃপক্ষ। সংস্থার নতুন নিয়ম কার্যকর করা হবে চলতি বছরের শেষ ডিসেম্বর মাস থেকে। সেই উদ্দেশ্যেই কর্তৃপক্ষ এই সতর্কবার্তা সকলকে মনে করিয়ে দিচ্ছে।
যদি কোন ইউজার তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে না রাখে তাহলে এ সময়ের মধ্যে সে যেন নিজের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেয়। তবে যদি এমন হয় যে অ্যাকাউন্ট সম্পর্কিত কোন সমস্যা রয়েছে তাহলে সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারে।
কিভাবে নিজের গুগল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখবেন?
- আপনি নিজের একাউন্টে ইমেইল পাঠাতে পারেন এবং সেটি পড়তে পারেন।
- আপনার google drive টি ব্যবহার করতে পারেন
- দেখতে পারেন ইউটিউব ভিডিও।
- গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
- আপনি অ্যাকাউন্ট ঠিক রাখতে কোনও থার্ড পার্টি অ্যাপে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করতে পারেন।
অ্যাপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেলে কী কী সমস্যায় পড়বেন?
আপনার গুগল একাউন্টটি যদি কর্ত্রীপক্ষ ডিলিট করে দেয় তাহলে সেই সঙ্গে আপনার সমস্ত কন্টেন্টগুলিও ডিলিট হয়ে যাবে। আপনার গুগল ওয়ার্কস্পেস যেমন- ইউটিউব, জিমেল, ড্রাইভ, গুগল ডক্স বা ডকুমেন্ট, মিট, ক্যালেন্ডার, গুগল ফটো-এর মধ্যে থাকা ডেটাগুলিও ডিলিট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট যদি google কর্তৃপক্ষ একবার ডিলিট করে দেয় তাহলে আপনার হারিয়ে যাওয়া কন্টেন্টগুলি আর ফিরে পাবেন না। তাই অ্যাকাউন্ট সচল রাখার জন্য নিজের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখবেন। এবছরের ডিসেম্বর মাস কার্যকর করা হবে না এই নতুন নিয়ম। তাই আপনি এখনো কয়েক মাস পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখার।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন: