হোলির ধামাকা অফার! ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে এই কোম্পানি! ফায়দা নিতে জেনে নিন
বেশ কয়েকদিন আগে ডোমেস্টিক ওয়্যারলাইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Excitel সংস্থা বাজারে এনেছিল নতুন ব্রডব্যান্ড প্ল্যান। তার সাথেই গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হচ্ছিল স্মার্ট টিভি বা প্রোজেক্টর। সম্প্রতি উক্ত সংস্থার পক্ষ থেকে হোলি উৎসব উপলক্ষে বাজারে আনা হয়েছে নতুন Holi Dhamaka Offer। এই প্ল্যানে গ্রাহকরা ৪২৪ টাকা থেকে প্রতিমাসে রিচার্জের সঙ্গে পাবেন ১ মাস ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
25 মার্চ অবধি গ্রাহকরা পাবেন অফার:
Excitel তরফ থেকে এই রিচার্জ প্ল্যানটির নাম করা হয়েছে Kickstarter প্ল্যান। এই অফারটির সুবিধা পেতে হলে গ্রাহকদের ২৫ মার্চের মধ্যে রিচার্জ করতে হবে। উক্ত সংস্থার পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে ৬ মাস সাবস্ক্রিপশনে ১ মাস এবং ১২ সাবস্ক্রিপশনে ২ মাস গ্রাহকরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। উক্ত প্লান সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন আজকের এই প্রতিবেদনে।
Kickstarter রিচার্জ প্ল্যান:
৪২৪ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্লানে গ্রাহকরা পাবেন ২০০ Mpbs গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আপনি যদি ১২ মাসের জন্য এই সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে প্রতি মাসে খরচ পড়বে ৪২৪ টাকা। উক্ত সংস্থার তরফ থেকে গ্রাহকদের প্রদান করা হবে ২ মাসের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
আরও পড়ুন👉: শীঘ্রই লঞ্চ হতে পারে 12 জিবি RAM সহ Infinix GT 20 Pro, জেনে নিন এর স্পেসিফিকেশন সহ বিস্তারিত
৪৭৪ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্লানের অধীনে গ্রাহকরা ৩০০ Mbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোন গ্রাহক যদি এই প্ল্যানে ১২ মাসের সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে ২ মাসের খরচ হবে ৪৭৪ টাকা। ওই গ্রাহক সংস্থার তরফ থেকে পেয়ে যাবেন ২ মাস বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
৫৪৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্লানের আয়তায় গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ Mbps গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যদি কোন গ্রাহক এই প্ল্যানে ৬ মাসের জন্য সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে তার ১ মাসের খরচ পড়বে ৪৯৯ টাকা। ওই গ্রাহক সংস্থার তরফ থেকে পেয়ে যাবেন ১মাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা গ্রহণের সুবিধা।
আরও পড়ুন👉: মহাকাশে ডিনার ডেটে যাওয়ার সুযোগ! কত খরচ হবে এই স্বপ্ন পূরণে? জেনে নিন
৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানে গ্রাহকরা ২০০ Mbps গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যদি কোন গ্রাহক এই প্ল্যানেট ৬ মাসের সাবস্ক্রিপশন নেন সে ক্ষেত্রে ১ মাসে তার খরচ পড়বে ৪৯৯ টাকা। সংস্থার পক্ষ থেকে ওই গ্রাহক পেয়ে যাবেন ১ মাস বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।